টপিকঃ "আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়।" - ধূর্ত আর মূর্খের ডায়ালগ।
"আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়।" - এটা ধূর্ত আর মূর্খের ডায়ালগ।
অশিক্ষিত শাশুড়িরা কখনই চাননা তাদের ছেলের বৌ লেখাপড়া জানুক। এই বচনগুলো এই গোত্রেরই ধূর্ত মাথার ফসল।
যারা কোন একটা কাজ করতে পারেনা, তারা যখন দেখে, অন্য কেউ সেটা করার চেস্টা করছে, তারা সেটাকে থামানোর চেস্টা করে। ভেড়ার দল চায় না তাদের কেউ সিংহ হয়ে যাক। তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে এই লোকগুলোই তোমাকে হতাশ করতে চাইবে।
আশা রেখো।
এ সমাজের খুব অল্প কিছু মানুষ বিপদে তোমার পাশে থাকবে কিন্তু সমাজের একটা বড় অংশ তোমার বিপদে দেখেও না দেখার ভান করবে। এরা তোমার পেছনে তোমার দোষ নিয়ে ঠিকই কথা বলবে। তুমি যদি তাদের সাথে সমাজের নেতা গোছের লোকটার তোষামোদ না করো, তারা নিজেদেরকে নিয়ে ইনফেরিয়রিটি কমপ্লেক্স-এ ভুগবে এবং তোমাকে অসামাজিক বলবে।
নিজেকে একা মনে কোরো না।
মাথা ঠাণ্ডা রেখে বড় সিদ্ধান্ত নিতে শুরু করো, একা একা সবকিছু করার সাহস রাখো।
আজ যারা তোমাকে উপহাস করছে কাল তারাই তোমার পিছনে ছুটবে যখন তুমি ভালো কিছু করতে পারবে।
নিজের স্বপ্নগুলোকে হারিয়ে যেতে দিওনা। প্রতিযোগিতা করো নিজের সাথে। কাউকে হারিয়ে দিতে পেরে কেউ সুখী হয় না।
বিশ্বাস রেখো।
সুখী হওয়া খুবই সহজ।