টপিকঃ প্লে স্টোর থেকে রিদ্মিক কীবোর্ড গায়েব
আজ সকালে প্লে স্টোর এ দেখলাম রিদ্মিক কীবোর্ড গায়েব। সম্প্রতি বিজয় কি বোর্ড এন্ড্রয়েড এর জন্য রিলিজ হয়েছে । হায়রে ডিজিটাল বাংলাদেশ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » প্লে স্টোর থেকে রিদ্মিক কীবোর্ড গায়েব
আজ সকালে প্লে স্টোর এ দেখলাম রিদ্মিক কীবোর্ড গায়েব। সম্প্রতি বিজয় কি বোর্ড এন্ড্রয়েড এর জন্য রিলিজ হয়েছে । হায়রে ডিজিটাল বাংলাদেশ।
মো. জ. স্ট্রাইকস এ্যাগেইন
কয়েকদিন আগে কাকুর সাথে (ফেবুতে) কার যেন এ নিয়ে বচসা হয়, তখনই বুঝতে পারছিলাম রিদ্মিক আর থাকছে না।
রিদ্মিক থেকে ঐ অভিশপ্ত লেআউটটা বাদ দিলে কয় জনের সমস্যা হবে?
আমি কম্পিউটারে প্রভাত কীবোর্ড ব্যবহার করলেও, স্মার্টফোনে রিদ্মিক ফোনেটিক ব্যবহার করি।
রিদ্মিক অনেক সুবিধা বাংলা টাইপে
এটা ঠিক হয়নি
রিদ্মিক অনেক ব্যাটারি খায়। আগে এটা ঠিক করুক। তারপর ব্যাক করুক।
মোস্তাফা জব্বার তথা বিজয় এর অভিযোগের কারণে গুগল প্লে থেকে অপসারণ করা হলো জনপ্রিয় বাংলা কী-বোর্ড "রিদ্মিক" ও "ইউনিবিজয় কীবোর্ড" । এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি
।
রিদ্মিক এর বিকল্প বাংলা কী-বোর্ড
বর্তমানে আমি বাংলা লিখতে ব্যবহার করি SwiftKey Keyboard + Emojiমায়াবী https://play.google.com/store/apps/deta … thod.latin
বিজয় https://play.google.com/store/apps/deta … y.keyboardএন্ড্রয়েড ফোনে বাংলা লেখার জনপ্রিয় অ্যাপ রিদ্মিক এবং ইউনিবিজয় গুগল প্লে স্টোর থেকে অপসারণ করেছে গুগল কর্তৃপক্ষ। বিজয় কীবোর্ডের কপিরাইট লঙ্ঘন করায় এই সিদ্ধান্ত নিয়েছে গুগল।
এর আগে গত মাসের ১৯ তারিখে গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয় বিজয় বাংলা সফটওয়্যারের অ্যান্ড্রয়েড সংস্করণ। এরপর এই অ্যাপটি নিয়ে নিজের ওয়ালে একটি স্ট্যাটাস দেন মোস্তাফা জব্বার। সেই স্ট্যাটাসে এই জাতীয় অ্যাপগুলোর বিরুদ্ধে বিজয় বাংলা কীবোর্ড লেআউট অবৈধভাবে ব্যবহারের অভিযোগ তোলেন তিনি।
গুগল প্লে স্টোর থেকে রিদ্মিক কীবোর্ড অপসারণ করতে অভিযোগ করেছিলেন কিনা, এমন প্রশ্নের উত্তরে মোস্তাফা জব্বার জানান, “এক্ষেত্রে আমার অভিযোগ জানানোর তো কোন প্রয়োজন পড়ছে না। গুগল নিজেই কপিরাইট আইন নিয়ে খুব সচেতন। আর তাই হয়তোবা তারাই এই অ্যাপ দুইটি অপসারণ করেছে। এমনও হতে পারে যে, কোন ইউজার এই ব্যাপারে গুগলের কাছে অভিযোগ করেছে।”
অ্যাপ অপসারণের বিষয়ে ইউনিবিজয় অ্যাপের ডেভেলপার আরিফ রহমান জানান, "গুগলের এই সিদ্ধান্তে আমি বিস্মিত হয়েছি।" তিনি আরও জানান, অ্যাপটি তৈরিতে ইউনিজয় লেআউট ব্যবহার করা হয়েছিল।
তবে গুগলের পক্ষ থেকে রিদ্মিক এবং ইউনিবিজয় কীবোর্ডের ডেভেলপারের কাছে পৃথকভাবে ইমেইল নোটিশ পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মোস্তাফা জব্বার অ্যাপ দুটির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ জানিয়েছেন গুগলের কাছে। আর এই অভিযোগের প্রেক্ষিতেই গুগল যুক্তরাষ্ট্রের DMCA আইন অনুসারে অ্যাপ দুটি অপসারণ করেছে।
- See more at: http://www.priyo.com/2015/03/04/136937. … rWKo1.dpuf
নাহ! প্রভাত শিখেই ফেলব এইবার। আশা রাখি এটাই শেষ পোস্ট কাগুর ঐ লেআউট ব্যবহার করে
Android এ তো apk ফাইল থেকে সরাসরি অ্যাপ ইন্সটল করা যায়, প্লে স্টোর থেকে রিমুভ করলে সমস্যা কোথায়?
রিদ্মিক কি-বোর্ডের ডেভেলপারের সাইট থেকে apk ফাইল ডাউনলোড করার সুবিধা থাকলেই তো হচ্ছে।
যাক আমার কাছে আগেই এপস টা আছে। যদিও অভ্রই আমার বাংলা লেখার ভরসা
মোস্তফা জব্বার নামক এই লোকটি এত জঘন্য কেন? একটা কিবোর্ড লেআউট নিয়ে তার এতো দেমাগ!
রিদ্মিক ল্যাবের ফেসবুক পেইজ থেকে -
রিদ্মিক কীবোর্ড হারিয়ে যাবে না। Google Play তেই আবার আসবে, আশা রাখুন। আর যদি কোন কারনে না আসে, তবে আপনি যাতে সহজভাবে এটি পেতে পারেন, সেই ব্যবস্থা করা হবে।
যারা বিষয়টি সম্পর্কে অবগত নন: বিজয় লেআউটের কপিরাইট লংঘনের অভিযোগ পেয়ে গুগল এটি প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে। যদিও রিদ্মিক কীবোর্ডে বিজয় লেআউট ব্যবহার করা হয় নি, ব্যবহার করা হয়েছে অভ্র ফোনেটিক, QWERTY, জাতীয় ও ইউনিজয়।
কি আর বলব
রিদ্মিক কীবোর্ড ফিরে এসেছে ... এখন ফিক্সড লেআউট প্রভাত।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » প্লে স্টোর থেকে রিদ্মিক কীবোর্ড গায়েব
০.০৬৭৫৫৮০৫০১৫৫৬৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৯.১০৫৬৬৫৪৪৯১৩ টি কোয়েরী চলেছে