Re: আর এফ এলের বাটপারি ও গ্রাহক প্রতারনা হতে সাবধান হউন।
এখানে বাটপারীর কি আছে তাই তো বুঝলাম না ডিলারদের কাছে দাম তো সবসময়ই কম হবে। পণ্যের বাজারজাত করণ প্রক্রিয়া এবং স্টেপগুলো সম্পর্কে সম্পর্কে আপনার কোন ধারণা নেই বোঝাই যাচ্ছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় গ্রুপ স্কয়ার গ্রুপ এর পোলাওএর চাল বাজারে ১২৫ টাকা কেজি করে বিক্রি হয়। আন্দাজ করুন তো খুচরা বিক্রেতারা এটা কত টাকা করে ক্রয় করে? উত্তর নিচে দিলাম। দেখে আবার চেয়ার থেকে পড়ে যাবেন না যেন।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
খুচরা বিক্রেতাদের ক্রয়মূল্য ৯০ টাকার কম। তাহলে হিসেব করুন কত টাকা লাভ হয়। তবে সব পণ্যে যে এরকম লাভ হয় তা কিন্তু না। বাজারে যেসব প্রোডাক্ট বেশী চলে সেগুলোতে তুলনামূলক লাভ কম দেয় প্রস্তুতকারী কোম্পানী। আর খুচরা বিক্রেতাদের কাছে একটা কমন কথা শুনবেন যে "এইটাতে ২-৩ টাকার বেশী লাভ হয় না"।