টপিকঃ পুরান ফোরামিক
পুরান ফোরামিকরা এমন ভাব নিয়ে আমাদের মত নতুন ফোরামিকদের পোস্ট পাশ কাটিয়ে চলে। যা ফোরামের জন্য কতটুকু ভাল বুঝতে পারছি না। নতুনরা আপনাদের কাছে সাহায্য আশা করে। নিজেদের অভিজ্ঞতা জানাতে চাই। তাদেরকে একটু সুযোগ আপনাদেরি করে দিতে হবে। আমি ফোরামে পোস্ট করার আগে সদস্যদের তালিকা দেখেছিলাম। যেখানে বেশির ভাগ নবাগত ১৫ এর নিচে পোস্ট করে হারিয়ে গেছে। তাদের হারানোর পিছনে আপনাদের কি ভুমিকা ছিলনা। আমি মানলাম আমাদের লেখার মান খারাপ। কিন্তু আমাদের লেখার মান ভালো করতে আপনাদের এগিয়ে আসতে হবে। আমি আশা করব পুরান ফোরামিকরা আমাদের লেখাই নিজেদের মত করে সাহায্য করবেন। আমাদের লেখার মান ভালো করতে সাহায্য করে যাবে। আমাদের নতুন পোস্ট করতে উৎসাহ দিয়ে যাবে।