টপিকঃ এই পোস্টের শিরোনাম নাই.
অনেক ক্ষণ থেকে ফোরামে আছি মনে করলাম কারো সাথে কথা বলব। কিন্তু অনেক চেষ্টার পরেও কার সাথে কথা বলতে পারলাম না। ফোরামটাকে মরা বাড়ীর মত মনে হচ্ছে। FB তেও কেউ নাই । যদি আপনাদের কারো সময় হয়। তাহলে কিছু একটা পোস্ট করেন। আমি পুরনো পোষ্ট গুল পড়তে পড়তে মুখোস্ত করে ফেললাম
। এবার নতুন কিছু চাই। আরে ভাই কিছু একটা কপি পেস্ট হলেও হবে।
ও আরেকটা কথা আমার সাথে সেদিন এক ফরামিক চিট করেছে। আমারা কাছে থাকে FB ID নিয়ে আমাকে ADD করেনি
। আমি তার নাম টা বলবো না। কিন্তু সবাই কে বলতে চাই এখানে তো আমার আমরাই তা হলে কেনো এমন প্রতারণা । সে নিজে আমার কাছ থেকে আমার FB ID নিয়ে ADD করলো না। সবাইকে এই অভ্যাস পরিহার করার জন্য আহবান জানালাম
। যদি ADD না করি তবে কেন আমরা আরেক জনের FB ID নিব।