টপিকঃ ওয়েব ডেভলপমেন্ট+ভার্চুয়াল বক্স=লিনাক্সের কোন OS ভালো হবে ?
অনেকে বলে উইন্ডোজে ওয়েব ডেভলপমেন্ট কাজ করা ঠিক না। তাই ওয়েব ডেভলপমেন্ট কাজ করার জন্য ভার্চুয়াল বক্সে কোন লিনাক্স OS ভালো হবে ?
#দুটি কমন ডাইলোগ আমি শুনতে চাই না-
১। উইন্ডোজ বাদ দিয়ে সরাসরি লিনাক্স ব্যবহার করুন
২। নতুন ব্যবহারকারী হিসেবে লিনাক্স মিন্ট ব্যবহার করুন (যদি লিনাক্স মিন্ট ভালো হয় তবে সাজেশন করতে পারেন )