সর্বশেষ সম্পাদনা করেছেন মুশাফ (০৫-০৩-২০১৫ ১৪:৩৬)

টপিকঃ উইন্ডোজ ৮-এ সোলাইমানলিপি ডিফল্ট করবো কীভাবে?

ফন্ট ফিক্সার দিয়ে সোলাইমানলিপি ডিফল্ট করার চেষ্টা করেছি। ভৃন্দা রিমুভ হয়েছে কিন্তু ফাইল এক্সপ্লোরারে নির্মলা ফন্টে বাংলা দেখাচ্ছে। এইটের ডিফল্ট বাংলা ফন্ট সম্ভবত এই নির্মলা। সব জায়গায় সোলাইমানলিপি ডিফল্ট করতে চাই। সেভেনে যেটা ফন্ট ফিক্সার দিয়েই হয়ে যেত। কোনো উপায় আছে?

Re: উইন্ডোজ ৮-এ সোলাইমানলিপি ডিফল্ট করবো কীভাবে?

সোলাইমান লিপি ইন্সটল করেছেন? না করলে তো ডিফল্ট হিসেবে সেট করতে পারবেন না।

Re: উইন্ডোজ ৮-এ সোলাইমানলিপি ডিফল্ট করবো কীভাবে?

হ্যাঁ, করেছি। সাইফের এডিট করা সোলাইমানলিপিটা।

Re: উইন্ডোজ ৮-এ সোলাইমানলিপি ডিফল্ট করবো কীভাবে?

আমার ৮.১ এতে ও একই সমস্যা। সোলাইমান লিপি ডিফল্ট করতে পারছি না।

Re: উইন্ডোজ ৮-এ সোলাইমানলিপি ডিফল্ট করবো কীভাবে?

Re: উইন্ডোজ ৮-এ সোলাইমানলিপি ডিফল্ট করবো কীভাবে?

আমার কাছে ভ্রিন্দা-ই ভাল লাগে। সোলাইমানলিপি ফেটে যায়।

Re: উইন্ডোজ ৮-এ সোলাইমানলিপি ডিফল্ট করবো কীভাবে?