টপিকঃ উইন্ডোজ ৮-এ সোলাইমানলিপি ডিফল্ট করবো কীভাবে?
ফন্ট ফিক্সার দিয়ে সোলাইমানলিপি ডিফল্ট করার চেষ্টা করেছি। ভৃন্দা রিমুভ হয়েছে কিন্তু ফাইল এক্সপ্লোরারে নির্মলা ফন্টে বাংলা দেখাচ্ছে। এইটের ডিফল্ট বাংলা ফন্ট সম্ভবত এই নির্মলা। সব জায়গায় সোলাইমানলিপি ডিফল্ট করতে চাই। সেভেনে যেটা ফন্ট ফিক্সার দিয়েই হয়ে যেত। কোনো উপায় আছে?