টপিকঃ ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাই

বাসার জন্য একটা ব্লেন্ডার মেশিন কেনা দরকার। নির্ভরযোগ্য ব্র্যান্ড, শপ, দাম জানতে চাই। আমি বছর তিনেক আগে মিয়াকো ব্র্যান্ডের একটা কিনেছিলাম। গ্রামের বাড়ীতে এখনও ওটা আছে, এবং খুব ভালো। এরপর কিনলাম সিঙ্গার প্লাস থেকে Sebec এর একটা। জান তেজপাতা হয়ে যাচ্ছে এটা ব্যবহার করতে। তাই নতুন একটা কেনা দরকার।

Re: ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাই

+1, আমারো জানা দরকার।

Re: ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাই

সিবেক পুরাই শিটি প্রোডাক্ট বানায়। আমি নিজেও ভুক্তভুগী। মিয়াকো খুবই ভালো ব্র্যান্ড। আর পারলে kenwood কিনেন। এরা অসলিস্কোপও ভালো বানায়। ব্লেন্ডারও। পুরাই বস ব্র্যান্ড। আমারটা চারবছর ধরে চলছে। তবে ভোল্টেজ ওঠানামার কারণে ছয়মাস যেতেই সুইচে একটু প্রবলেম হয়েছিলো। ল্যাবে নিয়ে গিট্টু ঝালাই দিয়ে দিয়েছি। তারপর থেকে কোন প্রবলেম নাই  big_smile

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাই

Re: ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাই

যাক আপনাদের মাধ্যমে আমার ও খানিক উপকার হবে!!! কমের ভিতরে ভালো কোন ব্লেন্ডার হবে??? আর মিয়াকো ব্রান্ডের ব্লেন্ডার মেশিন কোথায় পাবো??? দাম কত নিতে পারে???

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাই

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাই

ওয়ালটন থেকে দূরেই থাকেন। বাবর কিনেছিল। কয়েকমাসও মনে হয় যায় নাই। একদিন হুট করেই কাজ করে না আর।

সর্বশেষ সম্পাদনা করেছেন নিয়াজ মূর্শেদ (০৩-০৩-২০১৫ ১১:৫৫)

Re: ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাই

Re: ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাই

কিয়ামের ব্লেন্ডার মেশিন ব্যবহার করছি বছর পাঁচেকেরও বেশি সময় ধরে। কোনো সমস্যা হচ্ছে না।

১০

Re: ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাই

১১

Re: ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাই

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাই

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (০৫-০৩-২০১৫ ০০:২৫)

Re: ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাই