টপিকঃ ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাই
বাসার জন্য একটা ব্লেন্ডার মেশিন কেনা দরকার। নির্ভরযোগ্য ব্র্যান্ড, শপ, দাম জানতে চাই। আমি বছর তিনেক আগে মিয়াকো ব্র্যান্ডের একটা কিনেছিলাম। গ্রামের বাড়ীতে এখনও ওটা আছে, এবং খুব ভালো। এরপর কিনলাম সিঙ্গার প্লাস থেকে Sebec এর একটা। জান তেজপাতা হয়ে যাচ্ছে এটা ব্যবহার করতে। তাই নতুন একটা কেনা দরকার।