টপিকঃ ম্যাকে বাংলা টাইপিং নিয়ে সমস্যায় আছি
আমি ম্যাকে এই প্রথমবারের মত হাত দিলাম। এই অপারেটিং সিস্টেমটা আমার কাছে একেবারেই নতুন। তাই প্রথম প্রথম যা কিছুই করেছি সবই গুগোলের সাহায্য নিয়ে। গুগোলের সাহায্য নিয়ে অনেকদূর অগ্রসর হলাম। কিন্তু হঠাত করেই এমন একটা সমস্যায় পড়লাম, যার গুগোল করেও কোন কূল-কিনারা পেলাম না। তাই ফোরামের শরণাপন্ন হলাম।
প্রথমেই বলে নেই- আমার ম্যাকবুক এর OS X ভার্সন- 10.9.5
মাইক্রোসফট অফিস ভার্সন- 2011
কিবোর্ড লেআউট হিসাবে ইউজ করতেছি-
(i) iAvro ভার্সন- 1.1
(ii) বিজয় এর বিকল্প হিসাবে- বিজয় ইউনিকোড
এখন সমস্যার কথা বলি-
অভ্র কিবোর্ড সিলেক্ট করে যখন ওয়ার্ড এ লেখা শুরু করি, ফন্ট বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে AkaashNormal। সেখান থেকে আমি সিয়াম রুপালী সিলেক্ট করে লেখা শুরু করতেই আবার ফন্ট নিজে নিজেই চেঞ্জ হয়ে AkaashNormal হয়ে যায়। ফলে আমি যদি টাইপ করি "বাংলাদেশ" তবে হয়ে যায় "বাংলাদশে"। এ থেকে পরিত্রাণের উপায় কি?
বিজয় ইউনিকোডের ক্ষেত্রে আগে এই সমস্যা ছিল। কিন্তু অনেক গুতাগুতি করে, ফন্ট রিমুভ/অ্যাড করার পর এখন সুতনিOMJ সিলেক্ট করে টাইপ করা যাচ্ছে। কিন্তু সমস্যা এখানেই আছে। আমি যদি "বাংলাদেশ" টাইপ করি, আমাকে দেখায় "বাংলােদশ"। আবার সুতনিMJ সিলেক্ট করতে গেলে দেখা যায়, যেকানে সুতনিMJ থাকার কথা, সেখানে ফাঁকা দেখাচ্ছে। স্ক্রিণশট দিতে পারলে ভালো হতো। কিন্তু ম্যাকে আমি নতুন, তাই স্ক্রীণশট দেওয়া আমার পক্ষে কষ্টকল্পনা।
এখন এই ঝামেলা থেকে পরিত্রাণ পেতে আমাকে কি করতে হবে? উল্লেখ্যঃ আমার অভ্র এবং বিজয় এর মত কিবোর্ড লেআউট ইউজ করতে হবেই।