টপিকঃ বাবা ওরা আমাদের মারতে চায় কেন? আমি ভয় পেয়েছি...........।
আমার তিন বৎসরের শিশু রুদায়নাকে নিয়ে ওর বাবা গতকাল বিকেলে বনানী গিয়েছিল। এ সময় ওদের সামনে বিকট শব্দে দশটি ককটেল ফুটে। আমার তিন বৎসরের সন্তান রুদায়না বাবাকে জড়িয়ে ধরে বললো বাবা, ওরা আমাদের মারতে চায় কেন? ওরা ককটেল মারছে আমি ভয় পেয়েছি। ওর বাবা বললো ওরা মানুষ নয়। ওরা অমানুষ। হে সৃষ্টি কর্তা আমাদের সবাইকে বোধ শক্তি দিন, যেন ওরা মানুষ পুড়িয়ে না মারে। হাজার হাজার গাড়ী-যানবাহন ধ্বংস না করে। ক্ষমতার লোভে দেশ ধ্বংস না করে.........। শুধু প্রশ্ন মানুষ তুমি মানুষ মারো কোন মানুষের জন্য!