Re: ১৫,০০০ তম পোষ্ট প্রজন্মে ......
ওয়াও, অভিনন্দন ছবি আপাকে!
আপনি হলেন প্রজন্মের চালিকাশক্তি। যখন সবাই বড্ড আলসে হয়ে গেছে, আপনি তখনও সত্যিকারের বন্ধুর পরিচয় দিয়ে প্রজন্মকে সচল রেখেছেন। এজন্য আমরা আপনার কাছে অশেষ ঋণী এবং কৃতজ্ঞ। আপনার কবিতা ছাপা হয়েছে বইমেলায়...এ তো খুবই চমৎকার সংবাদ!
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।