টপিকঃ ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস(আইসিসি) ওয়ার্ল্ডকাপ ২০১৫ সংক্রান্ত আলোচনা!
প্রতিবার অন্যসব ইভেন্ট শুরু হওয়ার অনেক আগে থেকেই এই টাইপের টপিক দেখা যায় ফোরামে। আশ্চার্য্যজনকভাবে এবারের ইভেন্ট বিশ্বকাপ হলেও ফোরামে কোন টপিক নাই। তাই উপায় না দেখে আমাকেই খুলতে হল এই টপিক
এবার অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করছি। তবে বাংলাদেশ যদি কোন কারণে বিশ্বকাপ না জিততে পারে তবে চাইব যেন দক্ষিন আফ্রিকা জিতে। যাইহোক, কাল ভোর চারটায় নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এই বিশ্বকাপের। আর বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ই ফেব্রুঃ আফগানিস্থানের সাথে। আপনাদের সুবিধার্থে একখানা ফিক্সচার দিয়ে দিলাম
(বড় করে দেখতে ইমেজ এর উপর ক্লিক করুন।)
ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ সংক্রান্ত যেকোন খুচরো আলোচনা করা যেতে পারে এখানে। তবে হ্যা আলাদা টপিকের দাবীদার এমন কোন লেখা লিখলে অবশ্যই আলাদা টপিকে দিবেন ।
বাধা ছিল মন কিছু স্বার্থের মায়াজালে...