টপিকঃ দোয়া সমাচার
বহুবছর আগে একবার বাংলাদেশের কোনো একটা জায়গায় (যশোরের কোনো জায়গা সম্ভবত) আমার প্রফেসর ড. হিরোশি ইয়োকোতা সেনসেই সহ গিয়েছিলাম; আসলে ওনার সাথে বেশ অনেকবারই রিসার্চের কাজে দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেছি। যা হোক, যেবারের কথা বলছি সেবার কোন একটা জায়গায় একজন ফকির এসে সেনসেইয়ের কাছে সাহায্য চাইলো --- যথারীতি সাথে বহু কথা। তো অনুবাদক হিসেবে সেনসেই আমাকে জিজ্ঞেস করলো
- ও কি বলে?
-- সাহায্য চায় ... ...
- না, আরো অনেক কিছু বললো, ওগুলো কী?
-- বললো আপনার জন্য দোয়া করবে
তখন সেনসেই একটু মৃদূ হেসে বললো --
-- দোয়াটা ওর জন্যই বেশি দরকার। ওকে বল নিজের জন্য দোয়া করতে ... ...
ওনার কথায় সেই মূহুর্তে বাকরূদ্ধ হয়ে গিয়েছিলাম: একটা ধাক্কা খেয়েছিলাম। বাবা দোয়া করবো -- এই ধরণের কথাগুলো আমরা কতবার শুনেছি তার ইয়াত্তা নাই: এগুলোতে হয়তো অনেকে খুশি হই, অনেকে বিকারহীন। কিন্তু নিরপেক্ষ ভিন্ন দৃষ্টিকোন থেকে দেখা সেনসেইয়ের কথাটা আজও মনে আছে। আসলেই বিনিময়ে যে দোয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, সেইটা কাজের জিনিষ হলে সেটা অকাতরে অপেক্ষাকৃত ভাল যে আছেন তার জন্য না বিলিয়ে নিজের বা নিজেদের পরষ্পরের জন্যই বেশি বেশি করা দরকার।
ইদানিং রাস্তায় সিএনজিগুলোতে খাঁচা/বেড়া দেয়াতে অনেক সুবিধা। ছিনতাই ঠেকানো ছাড়াও, যত্রতত্র সিগলানে কেউ হাত ঢুকিয়ে দিয়ে অনাকাঙ্খিত কিছু করতে পারে না (চুরি, নিয়ে দৌড় দেয়া, ময়লা হাতে সাহায্য চেয়ে কাপড় ধরে টানাটানি ইত্যাদি)। যখন সাহায্য চাইতে আসে, প্রতিবারেই সেনসেইয়ের কথা মনে পড়ে, আর বলতে ইচ্ছা করে - "নিজের জন্য দোয়া করেন"। কোনো একটা দ্বিধাতে অবশ্য বলা হয়ে ওঠে না।