Re: প্রজন্ম ওয়েব ডাইরেক্টরি
আইডিয়া চমৎকার। এখনই দেখছি। যতটুকু পারি সাথে থাকার চেস্টা করবো।
Re: প্রজন্ম ওয়েব ডাইরেক্টরি
আশা করি অচিরেই হাজারও ওয়েব এড্রেস পেয়ে যাবো, যা অন্তত আমার কর্ম জীবনের জন্য দারুন সহায়ক হবে। আমি নিজেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বাংলাদেশী ওয়েব এড্রেস যোগ করে সাইটটিকে কিছুটা সমৃদ্ধ করেত চেষ্টা করেত পারবো। এ লক্ষ্যে আমাকে কি করতে হবে?
কেউ ফেরে, কেউ কেউ কখনো ফেরে না, কেউ ফিরে এসে কিছু পায়।
মৌলিক প্রেমিক আর কবি হলে অধিক হারায় - কবি হেলাল হাফিজ
Re: প্রজন্ম ওয়েব ডাইরেক্টরি
যাক আর কিছু না পারি..মডেল তিশার সাইট-টা এ্যাড করে দিতে ভুলবেন না;)।
দারুন প্রজেক্ট.. আসা করি আপনি খুব শীঘ্রই সফল হবেন।
Re: প্রজন্ম ওয়েব ডাইরেক্টরি
ধন্যবাদ কোডার ভাই শূণ্যস্থানটি পূরণ করার জন্য। আমিও আমার সাইটে এরকম কিছু করব করব করে সময়ের অভাবে আর করতে পারি নাই।
তবে সময় পেলে আরো কিছু সুবিধা যোগ করবেন আশা করছি - যেমন - রেটিং, টপ লিস্ট, হিট সংখ্যা, থাম্বনেইল ভিউ ইত্যাদি।
আর "বাংলা সাইট" বা "বাংলা ভাষায় সাইট" নামে একটি বিভাগ যোগ করার অনুরোধ রইল।
Re: প্রজন্ম ওয়েব ডাইরেক্টরি
Re: প্রজন্ম ওয়েব ডাইরেক্টরি
এটি খুবই ভাল একটি উদ্যোগ। আরো নতুন কিছুর প্রত্যাশায় রইলাম।
Re: প্রজন্ম ওয়েব ডাইরেক্টরি
কমিউনিটি একটা বড় ব্যাপার। এটা না থাকলে সহজে কিছু করা হয়ে ওঠে না। এর কারণেই সবকিছু বেড়ে ওঠে।
Re: প্রজন্ম ওয়েব ডাইরেক্টরি
খুবই ভাল উদ্যোগ।
আচ্ছা একটা প্রশ্ন ছিল, আমি বা আমরা কি অন্যের বাংলা সাইট অর্ন্তভুক্ত করতে পারি নাকি সাইটা অবশ্যই নিজের হতে হবে? আর যদি অন্যের বাংলা সাইট অর্ন্তভুক্ত করতে পারি তাহলে সেটা কিভাবে করবো?
Re: প্রজন্ম ওয়েব ডাইরেক্টরি
ভালইতো। আমি এরকম অনেকদিন থেকে ভাবছিলাম। এখানে যে আছে তাতো আগে বলতে পারতাম না। যাক ভালই হলো। দেখি আমিও সাহায্যে করতে পারি কিনা। কোডারকে আবার ও ধন্যবাদ।