Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
পরিবেশ প্রকৌশলী লিখেছেন:শিখতেছি তো শিখতেছিই (ব্লেন্ডার থেকে নেয়া স্ক্রিনশট)
...
এইটা ঠিকভাবে করতে গিয়েই রাত পার ....এই জাতিয় স্ট্যটিক মডেল গুলো গুগল স্কেচআপে করারই বেটার। কোয়ালিটি এবং ফাইন টিউনিং একটু ক্রুড হয়... কিন্তু সময় লাগে দশভাগের একভাগ বা আরো কম! তাছারা বিশালা লাইব্রেরী তো আছেই। যেমন আপনার এলবো পাইপ
https://3dwarehouse.sketchup.com/search … ass=entity
ধন্যবাদ।
আসলে ... ব্লেন্ডার দিয়েও কাজ করা তেমন কঠিন না। শুরুর দিকে শিখতে একটু সময় লাগলেও, কাজ জানা থাকলে ব্লেন্ডারে ওটা ঠিক ঐভাবে তৈরী করতে দুইমিনিটের বেশি লাগার কথা না। হাতুড়ে জন্য আমার অ-নে-ক বেশি সময় লেগেছে (ট্রায়াল এন্ড এরর)। ব্লেন্ডারের ছোটখাট লাইব্রেরী আছে -- ওখানে কয়েকটা রিয়েলিস্টিক এলবো, ভালব ইত্যাদি আছে -- ডাউনলোডও করেছি। কিন্তু ইচ্ছা ছিল নিজের ইচ্ছামত বানানোর।
বহু আগে একবার স্কেচআপ দিয়ে একটা ছোটখাট বিল্ডিং মডেল বানিয়েছিলাম (জাপানি ল্যাপটপটায়)। ব্লেন্ডার ব্যবহার করার পর আঁকার (2D/3D) সিস্টেমগুলো প্রায় সেইমই মনে হয়েছে, তবে এনিমেশন সহ অনেক বেশি অপশনের সমাহার এখানে। সমস্যা হল, স্কেচআপের উবুন্টু/লিনাক্স ভার্সন নাই। থাকলে হয়তো ব্লেন্ডার ঘাটাঘাটিই করতাম না (কারণ ওটা শূণ্য থেকে শুরু করতে হত না)।
যা হোক, শেখার দিক দিয়ে শুরুর দিকে আছি আর স্কেচআপ নিয়েও তেমন বেশি ঘাটাঘাটি করিনি বিধায় দুটার মধ্যে কোনটা সহজ বা কঠিন এমন তুলনা করার মত অবস্থা আমার নাই। সহজ বা কঠিন যাই হউক, উবুন্টু/লিনাক্স ভার্সন নাই (ওয়াইনের মাধ্যমে অবশ্য ব্যবহার করা যায় বলে দেখেছি) বলে ওটার পেছনে আর সময় ব্যয় করি নাই।
শুধু বাড়িঘর বানাতে চাইলে SweetHome3D আরো তাড়াতাড়ি কাজ করতে দেয় + বিরাট আইটেম লাইব্রেরীও আছে --- কিন্তু সেখানেও সেই সময়ে আরো লিমিটেড অপশনস ছিল। এইটা নিয়েও বেশ কিছুদিন ঘাটাঘাটি করেছিলাম একসময় - ওখানে প্রায় সব কিছুই রেডিমেড।
কিছু কিছু মডেলে কিঞ্চিত এনিমেশনের ইচ্ছা আছে, বিশেষত কিছু সিস্টেম বুঝানোর জন্য এনিমেশন বেশ কার্যকর হবে বলে মনে হয় (ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের প্রোগ্রামগুলো দেখে সেইরকমই মনে হয়েছে)। সেজন্য কষ্টমষ্ট করে ব্লেন্ডারেই লেগে থাকবো ভাবতেছি ... ...