টপিকঃ Linux *uck*!
বছর কয়েক আগে আমাদের দেশে যারা লিনাক্সের প্রচারণা করেছেন তাদের বেশিরভাগই বর্তমানে খুব একটা সক্রিয় না। তবে প্রচারণার মূল উদ্দেশ্য যেটা ছিল তা আমার মতে অনেকটাই পূরণ করতে পেরেছেন তারা। কেননা লিনাক্স নিয়ে কোন সমস্যায় পড়লে এখন শহরাঞ্চলগুলোতে আসে পাশে কাউকে না কাউকে পাওয়া যায়। শুধু তাই না, গ্রামাঞ্চলগুলোতেও এখন অনেকেই লিনাক্সের সাথে পরিচিত। তো যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রচারণার কাজ করেছেন এবং করছেন তাদের প্রত্যেকের জন্যই এটা এক বিশাল অর্জন।
এবার মূল প্রসঙ্গে আসি! অনেকদিন ধরেই এটা শেয়ার করব ভাবছিলাম। সেটাও করে হয়ে ওঠা হচ্ছিল না। তো যারা দেখেননি তাদের জন্য।
ইদানিং খুব একটা লিখতে ইচ্ছে করে না। মনে হচ্ছে কেমন যেন বদলে যাচ্ছি!
বিঃদ্রঃ শিরোনাম ইংরেজিতে লেখার জন্য দুঃখিত। এমনকি সেন্সরটাও খুব একটা সুবিধার হয়নি!