টপিকঃ শেষ কোথায়?

এখন আওয়ামী লীগ বিএনপি এর নেতাকর্মীদের উপর অত্যাচার করছে এরপর বিএনপি যদি কোনভাবে ক্ষমতায় যায় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার করবে । এছাড়া সাধারণ মানুষও হচ্ছে নিপীড়িত । দিন শেষে অত্যাচারিত হচ্ছে   তো এদেশেরও জনগণ । কিন্তু এর শেষ কোথায়?