টপিকঃ জনতা ব্যাংকের ক্যালেন্ডার
প্রতি পাতায় বঙ্গবন্ধুর ছবি
প্রতিবছর জনতা ব্যাংকের ক্যালেন্ডার নিয়ে বাসায় কাড়াকাড়ি পড়ে যেত। শর্ট পড়তো। পরে অন্যদের থেকে পাওয়া ক্যালেন্ডার নিয়ে তা পোষাতে হতো। এ বছর ক্যালেন্ডারের স্তুপ হয়ে গেছে বাসায়। কেউ নেয়না।কারনটা কি এখনো ধরতে পারছিনা