Re: লাভের ভাগ না পেলে, পাকিস্তানী ক্রিকেট দল বাংলাদেশে আসবে না
বেচারাদের এতোই যখন টাকার অভাব, ওদের ঢাকায় থাকাকলীন সময়ে স্টেডিয়াম এলাকায় থাল পেতে ভিক্ষা করার অনুমতি দেয়া হোক। প্রায় জনা কুড়ি লোক খেলা বন্ধের দিনগুলোতে ভিক্ষা করলে মোটা পয়সা রোজগার হওয়ার কথা।
Re: লাভের ভাগ না পেলে, পাকিস্তানী ক্রিকেট দল বাংলাদেশে আসবে না
Re: লাভের ভাগ না পেলে, পাকিস্তানী ক্রিকেট দল বাংলাদেশে আসবে না
তেনাদের সাথে খেলার এত ঠেকা পড়েছে কার ? পাকিস্তান এখন এমন আহামরি কোনো দল না।
Re: লাভের ভাগ না পেলে, পাকিস্তানী ক্রিকেট দল বাংলাদেশে আসবে না
ওদের না আসাই ভালো। দরকার নেই।
Re: লাভের ভাগ না পেলে, পাকিস্তানী ক্রিকেট দল বাংলাদেশে আসবে না
বড়ই হাস্যকর
Re: লাভের ভাগ না পেলে, পাকিস্তানী ক্রিকেট দল বাংলাদেশে আসবে না
বিতর্কিত ব্যাপার স্যাপার.......ওদের এদেশে আসার ঠেকাটা ওদের চেয়ে আসলে বাংলাদেশেরই বেশি........ওদের হোমগ্রাউন্ড বন্ধ থাকার পরেও আমাদের চেয়ে অনেক বেশি ক্রিকেট খেলার সুযোগ পায়.....
তারপরেও চেখের পদর্া ছাড়া এভাবে সরাসরি টাকা চাওয়াটা নেহায়েতই অভদ্রতা......তবে আমার হিসেবে ওদের যাতায়ত ছাড়াও থাকা-খাওয়া বাংলাদেশ দিলে বাংলাদেশেরই বরং লাভ হবে.....।
Re: লাভের ভাগ না পেলে, পাকিস্তানী ক্রিকেট দল বাংলাদেশে আসবে না
Re: লাভের ভাগ না পেলে, পাকিস্তানী ক্রিকেট দল বাংলাদেশে আসবে না
মামার বাড়ির আবদার, বড়জোর খরচ চাইতে পারতো
১০ ০৬-০২-২০১৫ ১৬:৩৫ সর্বশেষ সম্পাদনা করেছেন সেজান (০৬-০২-২০১৫ ১৬:৩৭)
Re: লাভের ভাগ না পেলে, পাকিস্তানী ক্রিকেট দল বাংলাদেশে আসবে না
Re: লাভের ভাগ না পেলে, পাকিস্তানী ক্রিকেট দল বাংলাদেশে আসবে না
আচ্ছা, হোম সিরিজে লাভের পুরোটা সাধারণত কীভাবে ভাগাভাগি হয়? ভারত কি কখনো সেটা অন্যান্য দলের সাথে শেয়ার করে? জানি না। কৌতুহল থেকে জানতে চাইছি। যদি শেয়ার করে তো বাংলাদেশেরও করা উচিত।