টপিকঃ মাইক্রোওয়েভ ওভেন ২ মিনিট এ চকলেট কেক
আজকে হটাৎ কেক খাইতে মনে চাইছে তো কাপ আর ইনগ্রিডিয়েন্ট নিয়া রেডি!
খালি ঢলবেন, নাড়বেন আর ওভেনে দিবেন ব্যাস এর পর চামুচ নিয়ে খপখপ করে খাবেন!
উপকরনঃ
১) ময়দা- ৪ টেবিল চামচ
২) কোকো পাউডার- ২ টেবিল চামচ
৩) বেকিং পাউডার- ১ চা চামচ
৪) চিনি- ৪ চামচ বা আরেকটু কম , পছন্দমতো
৫) ডিম- ১ টা বড় সাইজ এর
৬) চকোলেট সস- ২ টেবিল চামচ
৭) তরল দুধ- ২ টেবিল চামচ
৮) যেকোন তেল বা মাখন- ৩ টেবিল চামচ
প্রণালীঃ
১। সব উপকরন একত্রে ভালভাবে মেশাতে হবে।
২) তারপর মগ এর হাফ (ছবির মগ এর মত সাইজ হলে) পর্যন্ত দিয়ে ওভেন এ দিতে হবে ২ মিনিট এর জন্য।
৩) তারপর হয়ে গেল ২ মিনিট চকোলেট কেক। এইটুকু তে ছবির মগ এর সাইজ হলে দুটো কেক হবে। এর চেয়ে ছোট হলে ৩ টি কেক হবে। আর ওভেন এর তাপমাত্রার ভিন্নতার কারনে কেক হবার সময় কমবেশি হতে পারে।
এইবার খাওয়া শেষ। এইবার ভাগেন!
** ছবি গুলো নেট হতে কালেক্টটেড। "নিজের তোলা ছবি দেন নিজের রেসেপি দেন" এইকথা বললে আমি আর রেসেপি দিব না কিন্তু! আমি প্রফেশনাল ক্যামেরাম্যান না! যে কিছু বানাইতে বানাইতে ক্যামেরা নিয়া ক্লিক ক্লিক করব! বা প্রফেশনাল সেফ না যে নিজের রেসেপি দিব! আমিও বিগেনার রাধুনি! কিছু পারি না! জাস্ট ট্রাই করি! তাই শেয়ার করি! টিপস দিয়া! এখন থেকে আর টিপসও দিমু না! **