টপিকঃ অরিজিনাল ল্যাপটপ চেনার উপায়
আমি নতুন একটি ল্যাপটপ কিনার মনস্থির করেছি । আমি ল্যাপটপ সম্পর্কে বলতে গেলে কিছুই জানি না। আর যেহেতু অনেক কষ্টে টাকা জোগাড় করে কিনছি , তাই আমি সর্বোচ্চ সতর্কতার সাথে কিনতে চাই যেন পরে বিপদে না পরি। আমার পছন্দের মডেল Dell inspiron N5447 (8 gb ram, 1tb hdd) . কিন্তু আমি ভয় পাচ্ছি যদি অরিজিনাল কোম্পানির না দিয়ে নকল কোন ল্যাপটপ আমাকে দেয়।
আমি আপনাদের নিকট জানতে চাই্ এটি অরিজিনাল কি না তা চেক করার উপায় কি?
সবাইকে ধন্যবাদ!!!!!