টপিকঃ শুধু রিস্টার্ট নেয়......... :(

আমার কম্পিউটার কনফিগারেশন হলঃ
processor : core i3
Ram : 4 gb
mboard : asus H61M-K
কয়েকদিন ধরে এইটা খালী রিস্টার্ট নিতেছে। os ইন্সটল দিলাম কিন্তু সমাধান হচ্ছে না।কি করতে পারি বুঝতেছি না।কেউ একটু হেল্প করেন।

আমি যাবো সেই পাহাড়ে, যে পাহাড়ে আদৌ কোন মানব সন্তান যেতে পারেনি...

Re: শুধু রিস্টার্ট নেয়......... :(

ওভারহিটিং হচ্ছে মনে হয়। প্রসেসর খুলে সিলিকন জেল লাগান। smile

Re: শুধু রিস্টার্ট নেয়......... :(

আমি যাবো সেই পাহাড়ে, যে পাহাড়ে আদৌ কোন মানব সন্তান যেতে পারেনি...

Re: শুধু রিস্টার্ট নেয়......... :(

সর্বশেষ সম্পাদনা করেছেন খাইছি তোরে (৩১-০১-২০১৫ ২৩:৫৪)

Re: শুধু রিস্টার্ট নেয়......... :(

আমি যাবো সেই পাহাড়ে, যে পাহাড়ে আদৌ কোন মানব সন্তান যেতে পারেনি...

Re: শুধু রিস্টার্ট নেয়......... :(

প্রথমেই দেখেন প্রসেসরের ফ্যান ঠিকমত ঘুরতেছে কিনা। যদি ফ্যান ঠিক থাকে তবে কুলিং পেস্ট লাগান প্রসেসরে। বাজার থেকে কুলিং পেস্ট কিনে এনে প্রসেসরের ফ্যান খুলে প্রসেসরের উপরে সামাস্য কুলিং পেস্ট লাগিয়ে দেন যাতে হিটসিং প্রসেসরের সাথে এটাস্ট হয়ে থাকে।

রাজিব আহসান'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: শুধু রিস্টার্ট নেয়......... :(

জেল দিলে ঠিক হতে পারে ।আমার আবার ফ্যান-এর সমস্যা কি না চেক করে নিতেপারেন ।