টপিকঃ শুধু রিস্টার্ট নেয়......... :(
আমার কম্পিউটার কনফিগারেশন হলঃ
processor : core i3
Ram : 4 gb
mboard : asus H61M-K
কয়েকদিন ধরে এইটা খালী রিস্টার্ট নিতেছে। os ইন্সটল দিলাম কিন্তু সমাধান হচ্ছে না।কি করতে পারি বুঝতেছি না।কেউ একটু হেল্প করেন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » শুধু রিস্টার্ট নেয়......... :(
আমার কম্পিউটার কনফিগারেশন হলঃ
processor : core i3
Ram : 4 gb
mboard : asus H61M-K
কয়েকদিন ধরে এইটা খালী রিস্টার্ট নিতেছে। os ইন্সটল দিলাম কিন্তু সমাধান হচ্ছে না।কি করতে পারি বুঝতেছি না।কেউ একটু হেল্প করেন।
ওভারহিটিং হচ্ছে মনে হয়। প্রসেসর খুলে সিলিকন জেল লাগান।
প্রথমেই দেখেন প্রসেসরের ফ্যান ঠিকমত ঘুরতেছে কিনা। যদি ফ্যান ঠিক থাকে তবে কুলিং পেস্ট লাগান প্রসেসরে। বাজার থেকে কুলিং পেস্ট কিনে এনে প্রসেসরের ফ্যান খুলে প্রসেসরের উপরে সামাস্য কুলিং পেস্ট লাগিয়ে দেন যাতে হিটসিং প্রসেসরের সাথে এটাস্ট হয়ে থাকে।
জেল দিলে ঠিক হতে পারে ।আমার আবার ফ্যান-এর সমস্যা কি না চেক করে নিতেপারেন ।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » শুধু রিস্টার্ট নেয়......... :(
০.০৩৫৭৪৩৯৫১৭৯৭৪৮৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৪৩.৮৭৮৬১৭২৪৫০৮২ টি কোয়েরী চলেছে