টপিকঃ বটগাছ।
বটগাছ একপায়ে দাড়ায়ে
সবাইরে ছাড়ায়ে
উঁকি দিলো আকাশে।।
লুবনা আফরিন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » বটগাছ।
বটগাছ একপায়ে দাড়ায়ে
সবাইরে ছাড়ায়ে
উঁকি দিলো আকাশে।।
বটগাছ একপায়ে দাড়ায়ে
সবাইরে ছাড়ায়ে
উঁকি দিলো আকাশে।।
হ ..... বটগাছ তো তালগাছের আপন ভাই......:rolleyes:
(৬০০ তম পোস্ট)
৬০০ তম পোষ্ট করে মনে হয় বটগাছের মগডালে উঠছেন!
৬০০ তম পোষ্ট করার জন্য আততায়ী শুভেচ্ছা::।
আততায়ী শুভেচ্ছা:।
বাপরে !!!!!!!!:ll:~X(~X(~X( ৬০০ টা পোষ্ট!!!!!! সাড়ে সাংঘাতিক!!!!!!!!!
আমার কথা হইল... ছড়াটার তালগাছ... লতার হাতে পড়ে বটগাছে রূপান্তরিত হল......
বেচারা বটগাছ!!
তালগাছ আর বটগাছ, দু'টাই তো গাছ। মানুষ তো আরনা!
আমার কথা হইল... ছড়াটার তালগাছ... লতার হাতে পড়ে বটগাছে রূপান্তরিত হল......
বেচারা বটগাছ!!
সবুজ ভাইয়ের কি অবস্থা কে জানে;D
সবুজ ভাইয়ের কি অবস্থা কে জানে;D
সবুজ ভাই মহা সুখে দিনাতিপাত করিতেছে। সুখে মেঝেতে গড়াগড়ি করিতেছে। ক্ষণে ক্ষণে পুলকিত চিত্তে লাফাইয়া উঠিতেছে। মাঝে মধ্যে প্রজম্নের নিচের দিকের পোষ্টগুলো পড়িতে ইচ্ছা প্রকাশ করিতেছে। কিন্তু তাহা হইবার নয়)+D।
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » বটগাছ।
০.০৬০৭২২১১২৬৫৫৬৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৮৬০৯০৪০৯০১১৮ টি কোয়েরী চলেছে