টপিকঃ উবুন্টু ১৪.০৪ এ HDMI মনিটর/প্রজেক্টর পাচ্ছি না - হেল্প
কয়েকদিন আগে ইনভারব্রাস ভাই নিচের এই ছবিটা দিয়েছিলেন:
উপরেরটা নাকি উবুন্টু সহ পাওয়া যাবে (৮৯ ডলার)
আর আজকে এটা দেখলাম।
ছবিতে ক্লিক করলে নিউজে যাওয়ার কথা।
দুইটাতেই সম্ভবত HDMI পোর্ট আছে।
আমি মাস ৬ হল লোন করে একটা ল্যাপি কিনেছি DELL Inspiron 3442 (i3 প্রসেসর, 4GB মেমরি, nvidia geforece 2GB)। মুশকিল হল এটার কোনো VGA পোর্ট নাই, কিন্তু HDMI পোর্ট আছে। কাজেই সাথে একটা HDMI - VGA লম্বা কেবলও কিনে নিয়েছিলাম। কিন্তু কাজের সময় যখন ওটা দিয়ে ল্যাপির সাথে প্রজেক্টর কানেক্ট করলাম কোনো রেসপন্স নাই। কেউ কি সমস্যা সমাধানে কোনো গাইড লাইন দিতে পারবেন।
OS: Ubuntu 14.04, এটাকে অবশ্য Intel® Haswell Mobile গ্রাফিক্স কার্ড দিয়েই চালাই।
আর কেবলটা এই ধরনের
আর প্রশ্নের আগেই একটা আউটপুট দিয়ে রাখলাম -- যদি কাজে লাগে:
shamim@shamim-Inspiron-3442:~$ xrandr
Screen 0: minimum 320 x 200, current 1366 x 768, maximum 32767 x 32767
eDP1 connected primary 1366x768+0+0 (normal left inverted right x axis y axis) 309mm x 173mm
1366x768 60.0*+ 48.0
1360x768 59.8 60.0
1024x768 60.0
800x600 60.3 56.2
640x480 59.9
HDMI1 disconnected (normal left inverted right x axis y axis)
VIRTUAL1 disconnected (normal left inverted right x axis y axis)