সর্বশেষ সম্পাদনা করেছেন vabook (১৫-০১-২০১৫ ১৩:০২)

টপিকঃ জি-মেইল বিষয়ক সহায়তা

বেশ কিছুদিন ধরে আমার পাঠানো মেইলগুলো প্রাপকের স্পাম ফোল্ডারে জমা হচ্ছে। আমি এমন কিছু পাঠাচ্ছি না যার ফলে এটা হতে পারে। সিগনেচারে আমার মোবাইল নম্বর, ফেসবুক ইউআরএল, টুইটার এ্যকাউন্ট লিঙ্ক যোগ করা আছে। ব্যাস এতেই কি সমস্যা তৈরি হচ্ছে? এর থেকে সমাধান পাওয়ার উপায় কি? অভিজ্ঞরা জানালে কৃতজ্ঞ থাকব।

সর্বে ভবন্ত সুখিন, সর্বে সন্ত নিরাময়া।
সর্বে ভদ্রানি পশ্যন্ত, মা কশ্চিদ দুঃখভোগে ভবেৎ।।  --ঋগবেদ
অর্থঃ সকলেই সুখি হউক, সকলেই নিরাময় লাভ করুক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করে।

Re: জি-মেইল বিষয়ক সহায়তা