টপিকঃ ড্রাইভ আইকন চেঞ্জার
ছোট খাট একটি প্রোগ্রাম তৈরী করছিলাম যার কাজ হল উইন্ডোজের হার্ডডিস্ক ড্রাইভ আইকন চেঞ্জ করা। যদিও নেট এ ড্রাইভ আইকন চেঞ্জ করার মত অনেক প্রোগ্রাম ছিল তবু নিজের তৈরী করা প্রোগ্রামটা ব্যবহার করতে ভালোলাগে। ড্রাইভ আইকন গুলো আগে ম্যানুয়েল চেঞ্জ করা হত যা সবার জন্য সহজ ছিল না। আমার পরিচিত অনেকের রিকোয়েস্টে প্রোগ্রামটি তৈরি করা। তাই আজ সবার সাথে শেয়ার করা হল।
অনান্য প্রোগ্রামের মত ইনস্টল দিলেই ড্রাইভ আইকন চেঞ্জ হয়ে যাবে আর আনইনস্টল করে দিলে আগের অবস্থানে চলে আসবে।
হার্ডডিস্ক ড্রাইভ আইকন চেঞ্জারটি ফ্রি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন-
ডাউনলোড
Web Designer & Developer