টপিকঃ কসমিক ক্যালেন্ডার
এটাকে আদৌ ক্যালেন্ডার বলা উচিত কিনা জানিনা তবে যার কাছ থেকে আমি এটা পেয়েছি, সেই কার্ল সেগান এটাকে এইরুপ নামকরনই করেছেন। পুলিতজার পুরষ্কারপ্রাপ্ত লেখক এবং নাসার তুখোড় এস্ট্রোনমার তার বিখ্যাত বই "ড্রাগন্স্ অফ ইডেন"এ এই কসমিক ক্যালেণ্ডারের কথা বলেছেন যা ইতিহাসের সংক্ষিপ্ত সাক্ষ্যীও বলা যেতে পারে। ১৫বিলিয়ন (১৫,০০০,০০০,০০০)বছর বয়ষ্ক এই মহাবিশ্বকে তিনি আনুপাতিকভাবে ১ বছরের (১লা জানুয়ারী থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত) ভাগ করে নিয়েছেন।
বিগ ব্যাং - ১লা জানুয়ারী
মিল্কি ওয়ের জন্ম - ১লা মে
সৌরজগতের জন্ম - ৯ই সেপ্টেম্বর
পৃথিবীর সৃষ্টি - ১৪ই সেপ্টেম্বর
প্রাণের সৃষ্টি - ২৫শে সেপ্টেম্বর
প্রাচীনতম পাথরের জন্ম - ২রা অক্টোবর
ব্যাক্টেরিয়া, শৈবালের জন্ম - ৯ই অক্টোবর
মাইক্রো-অরগানিজমের মধ্যে সেক্সভিত্তিক বংশবিস্তার - ১লা নভেম্বর
ফটোসিন্থেটিক উদ্ভিদের জন্ম - ১২ই নভেম্বর
প্রথম পূর্নাঙ্গ কোষ (নিউক্লিয়াস সহ) - ১৫ই নভেম্বর
----- ৩১শে ডিসেম্বর -----
প্রোকনসাল এবং রেমাপিথিকাসের জন্ম (মানুষ এবং এপ্সের পূর্বপুরুষ) - দুপুর দেড় টায়
প্রথম মানুষ (আদম এবং হাওয়ার আবির্ভাব) - রাত সাড়ে ১০টায়
প্রস্তর যুগ - রাত ১১টা
আগুন আবিষ্কার - রাত ১১টা ৪৬ মিনিট
বরফ যুগ - রাত ১১টা ৫৬ মিনিট
গুহা অংকন - রাত ১১টা ৫৯ মিনিট
চাষ-বাস-কৃষির শুরু - রাত ১১-৫৯-২০সেকেন্ড
মিশরীয় সভ্যতা - ১১-৫৯-৫০
অক্ষরের সৃষ্টি - ১১-৫৯-৫১
ব্যবিলনিয়ান সভ্যতা - ১১-৫৯-৫২
ব্রোঞ্জ যুগ, ট্রোজান যুদ্ধ, কম্পাসের আবিষ্কার - ১১-৫৯-৫৩
লৌহ যুগ -১১-৫৯-৫৪
আশোকার ভারত, বুদ্ধদেবের জন্ম - ১১-৫৯-৫৫
ইউক্লিডিয়ান জ্যামিতি, আর্কেমেডিসের পদার্থবিদ্যা, টলেমীর মহাকাশবিদ্যা, যীশুর জন্ম, রোম সম্রাজ্যের বিস্তার - ১১-৫৯-৫৬
রোম পুড়ছে, মহানবীর জন্ম, মুসলমানদের ইউরোপ অভিযান - ১১-৫৯-৫৭
মায়া সভ্যতা, ধর্মযুদ্ধ(ক্রুসেড) - ১১-৫৯-৫৮
ইউরোপে রেঁনেসা, কলম্বাসের আমেরিকা আবিষ্কার - ১১-৫৯-৫৯
হিটলারের বিশ্বযুদ্ধ, মানুষের চন্দ্র-অভিযান, গ্লোবাল ওয়ার্মিং - ১২-০০-০০ (শুভ নববর্ষ)
“Big Bang may be the beginning of the present Universe or it may be the destroyer of the history of earlier Universe.” – Carl Sagan
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।