টপিকঃ দাবাঃ রাজাকে চেক দেওয়া গুটি কি রাজা খেতে পারে ?
রাজাকে চেক বা চেকমেট দেওয়া গুটি কি রাজা খেতে পারে ?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » দাবাঃ রাজাকে চেক দেওয়া গুটি কি রাজা খেতে পারে ?
রাজাকে চেক বা চেকমেট দেওয়া গুটি কি রাজা খেতে পারে ?
এই অবস্থায় কালো রাজার কিস্তি নেই, কিন্তু কোনো বৈধ চাল ও নেই। তাই এই অবস্থায় খেলাটি ড্র বলে ঘোষণা করা হয়। এখানে সাদার শেষ চালটি খারাপ চাল ছিলো। খেলায় আপনার জেতার অবস্থা তৈরী হলে এরকম ড্র-এর সম্ভাবনা মাথায় রেখে খেলা পরিচালনা করুন।
ঘরের মধ্যে হলে খেতে পারবে। তবে সে গুটিকে যদি অন্য কোনো গুটি পাহারা দেয় সেক্ষেত্রে খেয়ে কোনো লাভ নেই। কারণ পাহারাদার গুটিটা রাজাকে খেয়ে ফেলবে।..???
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » দাবাঃ রাজাকে চেক দেওয়া গুটি কি রাজা খেতে পারে ?
০.০৪৫৯৭৬৮৭৭২১২৫২৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৪৭.১২৫৫৯৫৫৭৩৫৫৫ টি কোয়েরী চলেছে