টপিকঃ উইন্ডোজ স্টার্টআপ রিপেয়ার সমস্যা

আমার তোশিবা ল্যাপটপে ”উইন্ডোজ ৭ প্রফেশনাল” দেয়া। কিছুদিন ধরে উইন্ডোজ স্টার্ট নিতে সমস্যা করছে। উইন্ডোজের আইকন এসে হ্যাং হয়ে যায়। আর স্টার্ট নেয় না। নতুন করে স্টার্ট দিলে স্টার্ট আপ রিপেয়ার করতে বলে। কিন্তু তাতে কোনো proble fix করে না। কখনো কখনো সরাসরি উইন্ডোজ স্টার্ট নেয় আবার কখনো কখনো হ্যাং হয়ে থাকে। কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি? কেউ কি একটু হেল্প করবেন প্লিজ...!  sad

Re: উইন্ডোজ স্টার্টআপ রিপেয়ার সমস্যা

উইন্ডোজ আবার নতুন করে ইন্সটল করে দেখুন সমস্যা সমাধান হয় কিনা। যদি প্রবলেম পারসিস্ট করে তাহলে মাদারবোর্ড বা র্যাম কোন একটাতে সমস্যা হয়েছে ধরে নিন।

Re: উইন্ডোজ স্টার্টআপ রিপেয়ার সমস্যা

উইন্ডোজ আপডেটের কারণেও অনেক সময় এধরণের সমস্যা দেখা যায় এবং সেক্ষেত্রে আপডেট অপশন বন্ধ করে দিলে এর থেকে  পরিত্রাণ পাওয়া যায়।

কাজী আলী নূর'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: উইন্ডোজ স্টার্টআপ রিপেয়ার সমস্যা

Re: উইন্ডোজ স্টার্টআপ রিপেয়ার সমস্যা

সর্বশেষ সম্পাদনা করেছেন কাজী আলী নূর (০৬-০১-২০১৫ ২২:৩৪)

Re: উইন্ডোজ স্টার্টআপ রিপেয়ার সমস্যা

কাজী আলী নূর'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: উইন্ডোজ স্টার্টআপ রিপেয়ার সমস্যা

ব্যাক্তিগত অভিজ্ঞতা:

ক) উইন্ডোজ আপডেট নিয়ে কখনো সমস্যায় পড়ি নি ফাইনাল বিল্ডগুলোতে।
খ) এ পর্যন্ত দুইবার আপডেট ইন্সটলেশন ফেইল করার কারনে রিভার্ট করেছে নিজে থেকে।
খ-১) ডুয়াল বুট থাকায় বুট রেকর্ড এডিট করতে না পেরে একবার ফেইল করেছিল, নিজেই রিভার্ট করেছিল অবশ্য।
খ-২) উইন্ডোজ ১০ টেকনিক্যাল প্রিভিউ: আনস্টাবল ভার্সন, কাজেই দোষ দিতে পারছি না।

সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (০৬-০১-২০১৫ ২৩:০৩)

Re: উইন্ডোজ স্টার্টআপ রিপেয়ার সমস্যা

Re: উইন্ডোজ স্টার্টআপ রিপেয়ার সমস্যা

আসলে আমার উইন্ডোজে হঠাৎ করেই এই সমস্যাটা দেখা দিয়েছে। আমি নতুন করে উইন্ডোজ ৭ ইন্সটল করেছি। তারপরও সমস্যা রয়ে গেছে। আমার নতুন ল্যাপটপ। মাত্র ৭ মাস বয়স। কোর-আই-৩। আজকে আবার হঠাৎ করে ল্যাপটপের কী প্যাড-টা কাজ করছে না। এক্সটার্নাল কী-বোর্ড ইউস করছি। বুঝতে পারছি না কী করবো...। প্লিজ সঠিকভাবে কেউ একটু সমাধান-টা বলেন। আমি কি পিসি-টা ডাক্তারের কাছে নিয়ে যাব...?

১০

Re: উইন্ডোজ স্টার্টআপ রিপেয়ার সমস্যা

আপনার যদি কম্পিউটার হার্ডওয়্যারের উপর ভাল আইডিয়া না থাকে তাহলে ভাল অপশন হচ্ছে, কোন সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া। যেসব প্রোবলেম বললেন সেটা অনেক কারনেই হতে পারে। এ ধরনের ক্ষেত্রে সবচেয়ে বেশী কমন কারন গুলো হল, কোন ড্রাইভার বা ইমপরট্যান্ট ফাইল মিসিং হয়ে যাওয়া। বুট করার সময় যখন সেই ড্রাইভার লোড করতে যায় তখন সেই ড্রাইভার বা ফাইল লোড করতে না পেরে ফ্রীজ হয়ে যেতে পারে। আরেকটি কারন হতে পারে হার্ডডিস্ক ড্রাইভার মোড চেঞ্জ হয়ে গেলে, তাতে অবশ্য ফ্রীজ হয়ে থাকবে না, ইনস্ট্যান্ট রিবুট হয়ে যাবে। তবে ড্রাইভার করাপ্ট হওয়ার কারন হতে পারে আবার কয়েকরকম, যেমন,  ড্রাইভার কনফ্লিক্ট, হার্ডডিস্ক ব্যাড সেক্টর কিংবা আনএক্সপেক্টেড অপারেশনের কারনে।

আপনি যদি উইন্ডোজ নিজে সেটাপ করতে পারেন তাহলে একবার নিজ দায়িত্বে সেই চেষ্টা করে দেখতে পারেন। যদি সাহসে না কুলায় তাহলে সার্ভিস সেন্টারে নিয়ে যান।

১১

Re: উইন্ডোজ স্টার্টআপ রিপেয়ার সমস্যা

কাজী আলী নূর'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১২

Re: উইন্ডোজ স্টার্টআপ রিপেয়ার সমস্যা

কিয়া বাত হে।।।।
registry clean koro...
asha kori tik hoye jabe....
r na hole win install koro.....

১৩

Re: উইন্ডোজ স্টার্টআপ রিপেয়ার সমস্যা

পরামর্শের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাহস করে নতুন করে উইন্ডোজ সেটআপ দিলাম। মনে হচ্ছে প্রবলেম’টা সলভ্ হয়ে গেছে। আর উেইন্ডোজের লোগোটা হ্যাং হয়ে থাকে না। কিন্তু সমস্যা হচ্ছে ল্যাপটপের কী-প্যাড-টা কাজ করছে না। এক্সট্রার্নাল কী বোর্ড ব্যবহার করছি। ল্যাপটপের মডেল- "Toshiba Sattelite pro B-40-A" । কোনো বাটনই কাজ করছে না। কিছুদিন আগেও সব ঠিক ছিল। প্লিজ কেউ আর একটু পরামর্শ দিলে উপকৃত হবো...

১৪

Re: উইন্ডোজ স্টার্টআপ রিপেয়ার সমস্যা