টপিকঃ উইন্ডোজ স্টার্টআপ রিপেয়ার সমস্যা
আমার তোশিবা ল্যাপটপে ”উইন্ডোজ ৭ প্রফেশনাল” দেয়া। কিছুদিন ধরে উইন্ডোজ স্টার্ট নিতে সমস্যা করছে। উইন্ডোজের আইকন এসে হ্যাং হয়ে যায়। আর স্টার্ট নেয় না। নতুন করে স্টার্ট দিলে স্টার্ট আপ রিপেয়ার করতে বলে। কিন্তু তাতে কোনো proble fix করে না। কখনো কখনো সরাসরি উইন্ডোজ স্টার্ট নেয় আবার কখনো কখনো হ্যাং হয়ে থাকে। কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি? কেউ কি একটু হেল্প করবেন প্লিজ...!