টপিকঃ আমার মিডিয়া ম্যানেজার / মিডিয়া সেন্টারঃ শুরুর কথা
মুভি বা টিভি সিরিয়াল দেখার আগ্রহটা আমার অন্য অনেকের থেকে এতটুকুও কম না। কিন্তু এরসাথেও আবার জড়িয়ে আছে আমার চিরোচেনা সেই ক্ষুধা, যেটাকে ইনফরমেশন হাঙ্গার বলা যেতে পারে। যে মুভি/টিভি সিরিয়াল দেখছি/দেখেছি/দেখতে চাচ্ছি তার সম্বন্ধে কিছু হলেও জানা, যেমন ডিরেক্টর কে, এ্যাক্টর কারা কারা, টমেটো পচা না ফ্রেস। তাই অনেক দিন থেকেই এমন একটা সফটওয়্যার খুজছিলাম যেটা ক্যাটালগার হিসাবেও কাজ করবে, একই সাথে মুভি/সিরিয়ালের সংশ্লিষ্ট ইনফরমেশন গুলোও সংরক্ষণ করবে। তো শুরু হলো খোজ দা সার্চ।
তো, একে একে খুঁজে পেলাম Collectorz Movie Collector, DVD Profiler, Eric's Movie Database, Extreme Movie Manager, Movienizer, Ant Movie Catalog, All My Movies, Movie label. এছাড়াও আরও অনেক রয়েছে, সব গুলোর নাম মনে পড়ছে না। তবে এখানে উল্লেখিত সবগুলোই ব্যবহার করে দেখেছি, অল্প সময়ের জন্য হলেও।
এগুলোর মাঝে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে Movienizer, আমি যা যা চাই, মোটামুটি সব চাহিদাই পুরো করে, মুভি ফোল্ডার স্ক্যান করে মুভি লিঙ্ক করে রাখতে পারে, অনলাইন (স্পেশালী IMDb) থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারে এবং ইনফরমেশন গুলো অফলাইনেই স্টোর করে রাখা যায়, মোটামুটি সবগুলো ফিল্ড সার্চেবল। এছাড়া এর ইন্টারফেসটাও আমার বেশ পছন্দ, এ্যাক্টরস এর বায়োগ্রাফী, মুভি ট্রিভিয়া সব কিছুই আমার চাহিদার সাথে যায়। শুধু একটাই ঝামেলা, এটা পেইড সফটওয়্যার। ট্রায়াল মোডে ৫০টার বেশি মুভির ইনফো স্টোর করা যায় না। Giveawayoftheday থেকে যদিও ফুল ভার্সনের একটা লাইসেন্স পেয়েছি, কিন্তু মুভেবল/আপগ্রেডেবল না।
Movienizer
পছন্দের সিরিয়ালে এর পরে থাকবে Collectorz Movie Collector. ভালো দিক হচ্ছে - চলনসই এবং কাস্টমাইজেবল ইন্টারফেস, বক্স-সেট গুলোও ইনফরমেশন পাওয়া সম্ভব, স্মুথলি রান করে। খারাপ দিক হচ্ছে মুভি ইনফরমেশন কালেক্টের সময় প্রায় প্রত্যেকটি মুভির জন্যই আলাদা ভাবে সিলেক্ট করে দিতে হয় (এক মুভির একাধিক রিলিজের (DVD/BlueRAY) ইনফো আলাদা এন্ট্রি হিসাবে থাকে, তাই), মুভি নেম থেকে ডিটেকশন রেট বেশ খানিকটা কম, কিছু কিছু ক্ষেত্রে মুভি ইনফো imdb বা অন্যান্য মুভি রিলেটেড সাইট থেকে ভেরি করে (যেমন ডিরেক্টরের নাম আলাদা, ইত্যাদি)। এবং সবচেয়ে বড় কথা, এইটাও পেইড সফটওয়্যার।
Collectorz Movie Collector
ফ্রীওয়্যার এর মাঝে ভালো লেগেছে Eric's Movie Database, খুব ই পিচ্চি একটা সফটওয়্যার এবং সেই হিসাবে চমৎকার কাজ করে। কিন্তু অনাকর্ষীনীয় ইন্টারফেস এবং ফিচারের অপ্রতুলতার কারণে আর পছন্দের তালিকার ঠায় পায়নি। এছাড়াও জনপ্রিয় একটি অর্গানাইজার হচ্ছে , Ant Movie Catalog। ফিচারের দিক থেকে EMDB থেকে অনেক রিচ হলেও এটিরও ইন্টারফেস তেমন দারুণ কিছু না। কাস্টম ইনফরমেশন ইনপুট দেয়াও অনেক বিরক্তিকর।
Eric's Movie Database
Ant Movie Catalog
যাই হোক, এর পরের ঘটনায় আসি। যখন পেইড/শেয়ারওয়ারের ধাক্কায় পছন্দের কিছু ব্যবহার করতে পারছিলাম না, তখন ভাবলাম নিজেই কিছু একটা বানিয়ে নেই। সফটওয়্যার ডেভেলপমেন্টের মত কিছু পারি না বলে তো আর বসে থাকা যায় না। তাই বানানো শুরু করলাম নিজের মুভি ম্যানেজার, Excel এ। দুইটা সাইটের এপিআই ব্যবহার করে অনলাইন থেকে ডাটা নিয়ে আসার ব্যবস্থা করলাম। JSON, API আর ভিবি সম্পর্কে শূন্য জ্ঞান থাকার কারণে অনেক খুড়িয়ে খুড়িয়ে এবং অনেক চাহিদা বাদ দিয়ে শেষমেশ একটা কিছু বানিয়ে ফেললাম। নিজের রান্না করা আধাপোড়া খিচুড়িও নাকি সবচেয়ে সুস্বাদু হয়, এটাও আমার জন্য সেই রকমই।
আমার বানানো ম্যানেজারের কিছু স্কিনশট -
সোর্স শীটঃ -১
সোর্স শীটঃ -২
প্রথম চারটা কলাম এর মাঝে শুধু প্রথম এবং চতুর্থ কলাম দুটো দিলেই চলবে। ৫ম -৭ম কলাম গুলো প্রথম চারটা কলাম থেকে বের করে নেয়া হবে। আর বাকি সব কলাম গুলো আমার তৈরি করা এক্সেল এর ম্যাক্রো রান করলেই অনলাইন থেকে পূরণ করে নেবে। অনলাইন থেকে ইনফরমেশন পিক করার জন্য আমি ব্যবহার করেছিলাম MyMovieAPI এবং OMDbAPI এর দুটো এপিআই। যদিও এগুলোতে ডাটা রিড করার বেশ কিছু লিমিটেশন আছে, তবে কন্টিনিয়াসলি হাজার হাজার রিকোয়েস্ট না পাঠালে ভালোই কাজ করে। বর্তমানে সম্ভবত MyMovieAPI পার্মানেন্টলি গায়েব হয়ে গিয়েছে।
রয়েছে ইনস্ট্যান্ট সার্চের ব্যবস্থা। এক সাথে মাল্টিপল ফিল্ডে সার্চ করা যাবে।
সার্চ -১
সার্চ -২
সার্চ -৩
আমার আসলে এতটুকুতেই কাজ হয়ে যায়। আরও বেশি কিছু দরকার থাকলেও নিজের জ্ঞানের সীমাবদ্ধতার জন্য চাহিদাকে সংক্ষিপ্ত করেছি।
কিন্তু খিধে বলে কথা, হালকা খেয়ে আর কতক্ষণ থাকা যায়? তাই আবার নেমে পড়লাম মিডিয়া সেন্টার খোঁজার অভিযানে। এবং শেষমেশ পেয়ে গেলাম নিজের পছন্দের মিডিয়া সেন্টার, এক্সবিএমসি (XBMC)। পরের পর্বে থাকছে XBMC ওরফে KODI এর বিস্তারিত।
আপনারা মিডিয়া ম্যানেজার / মিডিয়া সেন্টার হিসাবে কে কি ব্যবহার করেন, এখানে জানিয়ে দিন। হতে পারে আমি পছন্দসই আরেকটা কিছু পেয়ে গেলাম ।