টপিকঃ উইন্ডোজ এক্সপি সেটাপ হয় না । কিন্তু উইন্ডোজ ৭ ইনিস্টল হয়......।
উইন্ডোজ এক্সপি সেটাপ হয় না । কিন্তু উইন্ডোজ ৭ ইনিস্টল হয়......।
আগে আমি উইন্ডোজ এক্সপি চালাইতাম । হঠাৎ উইন্ডোজ ৭ ইনিস্টল করি
এখন আমার উইন্ডোজ এক্সপি সেটাপ দিতে চাই কিন্তু হাড ডিস্ক
ফরমাট করি (এন টি এফ) এবং (ফাট ৩২ )তাও আবার কুইক ফরমাট দিই । ফরমাট সম্পূন হয় কিন্তু হাড ডিস্ক চেক এর সময় ডিস্পেলে নিল হয় সাথে সাথে মাসেজ দেই...
setup can not be complated the hard disk is damaged ........
F3- Quit
বহু সিডি ডিস্ক use করেছি এবং ডিভিডি রোম পাল্টাইছি কিন্তু কাজ হয় নাই এখন মহা বিপদে আছি !!!!
বিঃদ্র ; উইন্ডোজ ৭ ইনিস্টল করলে কাজ হয় ।