টপিকঃ পোস্ট এর কোনো টপিক নেই ।
অনেক অনেকদিন পর আসা হল ফোরাম এ। মানে কি আমাকে চিনতে পারছেন না তো? আমি কিন্তু সবাইকে মনে রেখেছি যারা এই ফোরাম এর পুরোনো বাসিন্দা । কোনো লেখালেখিও আসেনা ছবিও আঁকতে কষ্ট। তাই এই দুইটা ছবি সবাইকে উপহার দিয়ে আবার আসার কথা ভাবলাম । কিছুদিন আগে কিন্তু অনেকদিন পর আকাঁ কিছু ছবি এর দুটি দিলাম ।
http://www.priyobd.net/ Live chat with us !!