টপিকঃ উইন্ডোজ এক্সপি সেটাপ হয় না । কিন্তু উইন্ডোজ ৭ ইনিস্টল হয়......।

উইন্ডোজ এক্সপি সেটাপ হয় না । কিন্তু উইন্ডোজ ৭ ইনিস্টল হয়......।

আগে আমি উইন্ডোজ এক্সপি চালাইতাম । হঠাৎ উইন্ডোজ ৭ ইনিস্টল করি
এখন আমার উইন্ডোজ এক্সপি সেটাপ দিতে চাই কিন্তু হাড ডিস্ক
ফরমাট করি (এন টি এফ) এবং (ফাট ৩২ )তাও আবার কুইক ফরমাট দিই । ফরমাট সম্পূন হয় কিন্তু হাড ডিস্ক চেক এর সময় ডিস্পেলে নিল হয় সাথে সাথে মাসেজ দেই...
setup can not be complated the hard disk is damaged ........

F3- Quit

বহু সিডি ডিস্ক use  করেছি এবং ডিভিডি রোম পাল্টাইছি কিন্তু কাজ হয় নাই এখন মহা বিপদে আছি !!!!

বিঃদ্র ; উইন্ডোজ ৭ ইনিস্টল করলে কাজ হয় ।

Re: উইন্ডোজ এক্সপি সেটাপ হয় না । কিন্তু উইন্ডোজ ৭ ইনিস্টল হয়......।

বহুত দিন আগের কথা.....উইন্ডোজকে তালাক দিয়েছি ৩ বছরের বেশি হলো.....তাই মনে আসছেনা......। তবে এই এক্সপি আর উইন্ডোজ ৭ সেটাপে এমন ভ্যাজাল একটা কিছু ছিলো........বায়োসে গিয়ে হার্ডডিস্কের মুড চেঞ্জ করে এক্সপি সেটাপ দিতে হয়.......৮৩ ভাইজান বা মাহাবুব ভাইজানরা ভালো বলতে পারবে........

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

Re: উইন্ডোজ এক্সপি সেটাপ হয় না । কিন্তু উইন্ডোজ ৭ ইনিস্টল হয়......।

বায়স সিটিং পরিবর্তন করে এক্সপি ইনিষ্টল করতে পারবেন (যদি সিটিং থাকে) অন্যথায় ড্রাইভ পেক ম্যাস স্টোরিজ দিয়ে  বুট্অ্যাবল এক্সপি সিডি তৈরি করে নিলে এক্সপি ইনিষ্টল হবে।

Re: উইন্ডোজ এক্সপি সেটাপ হয় না । কিন্তু উইন্ডোজ ৭ ইনিস্টল হয়......।

বায়োসে AHCI to SATA মোডে চেঞ্জ করলে হবে মনে হয়।

Life IS Neither TEMPEST, NOR A midsummer NIGHT'S DREAM, BUT A COMEDY OF Errors,
ENJOY AS U LIKE IT

Re: উইন্ডোজ এক্সপি সেটাপ হয় না । কিন্তু উইন্ডোজ ৭ ইনিস্টল হয়......।

XP তে  AHCI বা SATA-2 সাপোর্টেড না, বা এইটার ড্রাইভার দেয়া থাকে না। কাজেই XP ওই জিনিস হ্যান্ডেল করতে পারে না। এক্ষেত্রে উপায় দুইটি:

ক) Windows XP Service Pack 3 ব্যাবহার করা, সার্ভিস প্যাক ৩ এ সম্ভবত এই ড্রাইভার দেয়া হয়েছে।
খ) বায়োস সেটিংস এ হার্ডডিস্ক মোড SATA/Enhanced/AHCI থেকে Legacy/IDE/Native  মোডে চেঞ্জ করা।

দ্বিতীয় পদ্ধতিটি কার্যকর, কিন্তু সেক্ষেত্রে পারফর্মেন্স কিছুটা কমে আসবে। কারন তুলনামূলক পুরাতন টেকনোলজী ইউজ করতে বাধ্য হবে।

সর্বশেষ সম্পাদনা করেছেন sohel6bd (৩০-১২-২০১৪ ০১:২১)

Re: উইন্ডোজ এক্সপি সেটাপ হয় না । কিন্তু উইন্ডোজ ৭ ইনিস্টল হয়......।

Re: উইন্ডোজ এক্সপি সেটাপ হয় না । কিন্তু উইন্ডোজ ৭ ইনিস্টল হয়......।

বায়োসে গিয়ে AHCI to SATA অফশনটা চেঞ্জ করে দেখতে পারেন ।

Re: উইন্ডোজ এক্সপি সেটাপ হয় না । কিন্তু উইন্ডোজ ৭ ইনিস্টল হয়......।

লেটেস্ট যেকোন উইন্ডোজ এক্সপি নামায় নেন টরেন্ট থেকে। নতুন কাস্টোমাইজ আইএসও তে এগুলো দেওয়া থাকে।  smile