টপিকঃ জিয়াদ পড়েনি,পড়েছে সম্পূর্ণ বাংলাদেশ।
জিয়াদ পড়েনি,পড়েছে সম্পূর্ণ বাংলাদেশ। দাঁতে দাঁত চেপে ধরে রেখে জিয়াদের উদ্ধার কাজ নামক প্রহসন তথা জাতীয় তামাশা শেষ প্রযন্ত দেখলাম। পারলো না ফায়ার বিগ্রেডের সেই অত্যাধুনিক বোর হোল ক্যামেরা জিয়াদকে শনাক্ত করতে। আর কিভাবে পারবে আমাদের নিরাপত্তার জন্য ফায়ার বিগ্রেডের কাছে কনো আধুনিক যন্ত্রপাতি নাই। ফায়ার বিগ্রেডের যন্ত্রপাতি কি আমাদের জিবনের থেকেও বেশি দামি। দিনের পর দিন এভাবেই চলছে বাংলাদেশ নামক রাষ্ট্রটা আমাদের জীবনের নিরাপত্তা নাই আছে হরতাল,মিছিল,বোমা আর মিথ্যাচার । এমন এক দেশে বাস করি যেখানকার এমপি রাস্তাই স্কুল ছাত্র দার করাই নিজের প্রভাব যাহির করতে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপিরা রাস্তা দিয়ে যাই আর পুলিশ রাস্তা বন্ধ করে দেই । আমাদের সোনামণিরা রাস্তাই দারিয়ে দেখে আর অপেক্ষা করে। প্রধানমন্ত্রী আজ আপনার বাবা বেঁচে থাকলে আপনার মুখে থু থু মারত। আপনার অদক্ষ প্রশাসন দেখলে। যারা জিয়াদকে বাঁচাতে পারলনা। জিয়াদকে ছাড়া থাকতে পারব কিন্তু আপনার এই অদক্ষ প্রশাসন নিয়ে কিভাবে থাকব?