টপিকঃ মা
কাল রাতে খালা আসেনি। তাই আমি আর আমার সহকর্মী রাতে খাবার জন্য রুটি বানাইতে ছিতাম। আর তখনি বাড়ির কথা মনে পরে গেল। কি সুখেই না ছিলাম। সকাল বেলা ঘুম থেকে না উঠতে মা হাজির সকালের খাবার নিয়ে। দুপুরে,রাতে সকল বেলা মা খাবার নিয়ে হাজির হতো । কোন দিন না খেয়ে থাকতে হয়নি। সে মা পাশে নেই কিন্তু তার ভালোবাসা আছে আমার সাথে। ফোন করে । কোন কথা বলার আগেই জেনে যাই আমার পেটে কিছু পরেছে কিনা। আল্লাহ যদি কাউকে মন বুঝার ক্ষমতা দেন। তাহলে সে মানুষ হবে মা। মা মুখ দেখে, কথা শুনে, সন্তানের সকল কিছু বুঝেন। আল্লাহ সকল মায়ের ভাল করুণ ।