টপিকঃ সেরা প্রাজন্মিক ২০১৪ ও সেরা নতুন প্রাজন্মিক ২০১৪ এর নির্বাচন চাই
সেরা প্রাজন্মিক ২০১৪ ও সেরা নতুন প্রাজন্মিক ২০১৪ সহজেই করা যেতে পারে।
এই সংক্রান্ত আমার প্রস্তাবনা হচ্ছেঃ
১।প্রথমে গুগল ডকে প্রাথমিক নাম চাওয়া যেতে পারে। (নতুন প্রাজন্মিক নাম কম পাওয়া যাবে তাই মডুরাই নাম গুলো খুজে দিলে ভালো হয়। )
২। মূল ভোট হবে ফোরামের পুলে। পুল লক থাকবে ফলাফল কেউ দেখতে পাবে না। গত বারের মতো গুগল ডকে কোন ভাবেই নেওয়া উচিৎ হবে না। আমি গতবারের রম্য বিভাগের ভোট বাতিল করার জন্য এখনো ক্ষুদ্ধ।
৩। সেরা নতুন প্রাজন্মিক ২০১৪ এর রেজিস্ট্রেশনের মেয়াদ কাল হওয়া উচিৎ সেপ্টেম্বর ২০১৩ থেকে আগস্ট ২০১৪ পর্যন্ত ।
## এবার "প্রজন্ম ফোরামের সেরা লেখা ২০১৪ নির্বাচন" করা হবে কিনা জানি না। এটা মডুদের ব্যাপার। যদি করা হয় তবে ৩ জনের একটি দল বানিয়ে চেষ্ঠা করবেন চূড়ান্ত একটি টপিক বা পোস্টের তালিকা দিতে। কারণ ফোরামিকেরা প্রাথমিক তালিকা পছন্দ করে না। সবাই ডাইরেক্ট আসল ভোট চায়। এতে কিছু ভালো টপিক বাদ পড়লেও কিছু করার নাই।