টপিকঃ আসুন ডাটা এন্ট্রি কাজ করি ।
আমরা অনেকে ক্যাপচা এন্ট্রির কাজ করে অর্থ উপার্জনের চেষ্টা করি , বেশীরভাগ সময়ই সেটা হয়ে উঠে না । আর ক্যাপচা এন্ট্রি অনেক ধৈর্যের কাজ , তাই আসুন ক্যাপচা এন্ট্রি আজ থেকে বাদ দিয়ে নতুন কিছু কাজ করি । আর প্রাতিষ্ঠানিক কাজ করার মজাই আলাদা , আর সেটা যদি অনলাইনে করতে পারি তো কেমন হয় ? অবশ্যই ভালো তাহলে আর দেরি না করে আসুন শুরু করি একটি প্রতিষ্ঠানের অনলাইন ভিত্তিক ডাটা এন্ট্রির কাজ । কাজ টি করতে যা যা লাগবে :
1) ইংরেজি রাইটিং স্পীড মোটামোটি থাকতে হবে ।
2) হাই স্পীড নেট লাগবে সেরকম কোন কথা নেই , মোটামোটি নেট স্পীড হলেই চলবে ।
3) লাগবে টাকা তোলার জন্য একটি বিকাশ বা ডাচ বাংলা ব্যাংকের মোবাইল একাউন্ট ।
4) আর যেটা লাগবে সেটা হলো স্কাইপে সাপোর্ট পাওয়ার জন্য একটি স্কাইপ আইডি ।
তাহলে দেরী না করে যোগাযোগ করুন
স্কাইপ : datawork505
মেইল : datawork505@gmail.com