টপিকঃ স্পেল চেকার

লেখালেখিতে বানান খুবই দরকারি। একটা ভুল বানান গোটা লেখার অর্থটাই যেমন বদলে দেয়, তেমনি দৃষ্টিকটুও বটে। শিরোনাম দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আমার একটা ভাল স্পেল চেকার লাগবে। গুগল করে বেশ কিছু পেলেও সেগুলা ঠিক আমার মনের মত নয়। অনেকগুলা বহুবছর ধরে আপডেট হয় নি। আবার কিছু কিছু অন দ্য ফ্লাই কাজ করে না। আপাতত অভ্র স্পেল চেকার আর Bengali (Bangladesh) Dictionary নামে একটা অ্যাড-অন ব্যবহার করছি। অভ্রের সমস্যা হল এটা আলাদা পাওয়া যায় না। গোটা অভ্র কীবোর্ডটাই ইনস্টল করতে হয় এবং এটায় লেখা কপি-পেস্ট করে স্পেল চেক করতে হয়। এটায় অন দ্য ফ্লাই কাজ করে না। আবার অ্যাড-অনটায় অন দ্য ফ্লাই কাজ করলেও এটা অন্য ব্রাউজারের জন্য নেই এবং অনেক বানান এটা ধরতে পারে না। আপনাদের কোন ভাল স্পেল চেকারের সন্ধান জানা থাকলে জানান। সেটায় দুটো সুবিধা থাকতো হবে।
১। অন দ্য ফ্লাই কাজ করতে হবে।
২। সকল ব্রাউজারে ব্যবহার করা যাবে।

এরকম কিছু একান্তই না পাওয়া গেলে আমি নিজে একটা বানাতে চাই। তবে আমার প্রোগ্রামিংয়ে কোন জ্ঞান নেই। তাই কী কী ব্যাপার জানতে হবে সেগুলোও জানান।

Eat, drink and be happy

সর্বশেষ সম্পাদনা করেছেন perfect man (২০-১২-২০১৪ ০০:০৫)

Re: স্পেল চেকার

নিজে বানাতে গেলে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং -এ ভাল দক্ষতা থাকতে হবে।

প্রযুক্তি জ্ঞানের আলোয় আলোকিত হতে এসেছি।

Re: স্পেল চেকার

sad স্পেল চেকার! আমারও দরকার! লিখতে লিখতে এত বানান ভুল হয়! ১৫-২০ বার রিডিং মেরেও সেই ভুল চোখে পরে না আমার!  roll

ভোট দিলাম না অভ্র স্পেল চেকার এর কোন কাজের না!

Re: স্পেল চেকার

Eat, drink and be happy

সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (২০-১২-২০১৪ ০২:৪২)

Re: স্পেল চেকার

Re: স্পেল চেকার

আমারও বানান ভুল হয় তবে কোন স্পেল চেকার ইউজ করা হয় না।

Re: স্পেল চেকার

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: স্পেল চেকার

Eat, drink and be happy

Re: স্পেল চেকার

ফায়ারফক্স এর এড অন ব্যবহার করি। অভ্রর চেয়ে ভাল মনে হয়েছে।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১০

Re: স্পেল চেকার

কাজী আলী নূর'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১১

Re: স্পেল চেকার

১২

Re: স্পেল চেকার

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১৩

Re: স্পেল চেকার

আমি নিজে অভ্রের স্পেল চেকার ব্যবহার করি। যদিও কপি পেস্ট করে নিয়ে যাওয়াটা অনেক বিরক্ত লাগে, তবুও নাই মামার চেয়ে কানাঁ মামা ভালো এই থিওরিতেই ব্যবহার করতে হচ্ছে। আর বাংলা এখন খুব কম লিখতে হয় বলে এই ব্যপারটা এখন অনেকটা গা সয়ে গেছে।

আপনার চাহিদা দেখে মনে হচ্ছে যে মেজর ব্রাউজার গুলোর জন্য যদি একটা ভালো মানের ডিকশনারী এ্যাডঅন হিসাবে পাওয়া যেতো, তাহলেই কাজ হত।

সারিম অথবা ব্রাশুদা কে একটু খোচাঁখুচি হয়ত দেখা যাবে তারা কোন একটা সলুশন দাড়াঁ করিয়ে ফেলেছেন।  wink

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: স্পেল চেকার

Eat, drink and be happy