টপিকঃ স্পেল চেকার
লেখালেখিতে বানান খুবই দরকারি। একটা ভুল বানান গোটা লেখার অর্থটাই যেমন বদলে দেয়, তেমনি দৃষ্টিকটুও বটে। শিরোনাম দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আমার একটা ভাল স্পেল চেকার লাগবে। গুগল করে বেশ কিছু পেলেও সেগুলা ঠিক আমার মনের মত নয়। অনেকগুলা বহুবছর ধরে আপডেট হয় নি। আবার কিছু কিছু অন দ্য ফ্লাই কাজ করে না। আপাতত অভ্র স্পেল চেকার আর Bengali (Bangladesh) Dictionary নামে একটা অ্যাড-অন ব্যবহার করছি। অভ্রের সমস্যা হল এটা আলাদা পাওয়া যায় না। গোটা অভ্র কীবোর্ডটাই ইনস্টল করতে হয় এবং এটায় লেখা কপি-পেস্ট করে স্পেল চেক করতে হয়। এটায় অন দ্য ফ্লাই কাজ করে না। আবার অ্যাড-অনটায় অন দ্য ফ্লাই কাজ করলেও এটা অন্য ব্রাউজারের জন্য নেই এবং অনেক বানান এটা ধরতে পারে না। আপনাদের কোন ভাল স্পেল চেকারের সন্ধান জানা থাকলে জানান। সেটায় দুটো সুবিধা থাকতো হবে।
১। অন দ্য ফ্লাই কাজ করতে হবে।
২। সকল ব্রাউজারে ব্যবহার করা যাবে।
এরকম কিছু একান্তই না পাওয়া গেলে আমি নিজে একটা বানাতে চাই। তবে আমার প্রোগ্রামিংয়ে কোন জ্ঞান নেই। তাই কী কী ব্যাপার জানতে হবে সেগুলোও জানান।