টপিকঃ জটিল একটা ইউটিউব ভিডিও ডাউনলোডার।
অনেক অনেক অনেক দিন পর আজ মনের মত একটা ইউটিউব ভিডিও ডাউনলোডার খুঁজে পেলাম। এটা ফ্রী সফটওয়্যার। তাই ফুল ভার্সন??? নো টেনশন!!! জাস্ট এই লিংকে ক্লিক করেন। ডাউনলোড হয়ে গেলে রান করেন। সার্ভার থেকে সেটাপ ও হতে পারে। হলে একটু ওয়েট করণ লাগবো। যা হোক, সেটাপ হয়ে গেলে সফটওয়্যারটা রান করান। তাহলে নিচের মত আসবে।
তীর নির্দেশিত বক্সে আপনার ইউটিউব ভিডিও এর লিংক কপি পেস্ট করুন।
এরপর চিত্রে দেখানো বক্সে ক্লিক করে ভিডিও কোয়ালিটি নির্ধারণ করে ডাউনলোড এ ক্লিক করুন।
তাইলেই কম্ম সারা। আমাকে তো আপনাদের আর মনে হয় দরকার নাই। তাইলে আমি যাইগা। অনেক কাজ পড়ে আছে।