টপিকঃ আনলিমিটেড পাওয়ার?
https://www.facebook.com/photo.php?v=1415982525340591
ফেসবুকে এই ফাইজলামিটা দেখলাম। দেখে মনে হয় যেন আরে এটা তো আসলেই সম্ভব। কিন্তু ২ বিট বুদ্ধি যার মাথায় আছে সে বুঝবে যে এইটা একটা ভুয়া জিনিষ।
কেন ভুয়াঃ কারন এটায় স্ট্যাটিক যে কারেন্ট ফ্লো করা হয়েছে সেটা নিমিষেই শেষ হয়ে যাবে। চক্রাকারে ঘুরতে থাকবেনা।
ওই মাল্টি প্লাগে সম্ভবত এক্সটার্নাল কোথাও হতে বিদ্যুতের সংযোগ দিয়ে হয়েছে।