টপিকঃ রুম হিটার সমন্ধে সাহায্য চাই ।
আচ্ছা রুম হিটারে কেমন বিদ্যুৎ খরচ ? অর্থাৎ হিসাবটা কিভাবে হয় ?
আমি নোভার একটা ১৭৫০ টাকা এর মত দেখলাম ৩কিলোওয়াট । অন্যগুলোর ৩কিলোওয়াট নয় কিন্তু ১.৫ কিলোওয়াটের দামও বেশী দেখলাম দু একটায় ।
কোন ব্রান্ডের কত দামের মধ্যে কিনলে ভাল হবে ?
রুম হিটারের বিকল্প কিছু আছে কি রুম গরম করতে ?
বাজেটঃ ২ কে এর মধ্যে কিনতে চাই খুব ভাল হলে বাজেট ৩ কে পর্যন্ত বাড়াতে পারি ।
আশা করি যারা জানেন উত্তর দিবেন । কেননা এই জিনিসটা আমার মত অনেকেই জেনে উপকৃত হবেন ।