টপিকঃ এনটিএফএস (NTFS) নাকি এফএটি৩২ (FAT32)?
উইন্ডোজ এক্সপি ব্যবহার করছি। পিসি কনফিগারেশন: ইন্টেল পেন্টিয়াম থ্রি প্রসেসর, ৭৯৭ মেগাহার্টজ, ৫১২ এমবি র্যাম। ৪০ জিবি হার্ডডিস্ক। ভাইরাসের সমস্যার কারণে পুরো হার্ডডিস্কের পার্টিশন ভেঙ্গে ফরম্যাট দিয়ে আবার পার্টিশন করবো। এ বিষয়ে কিছু টিপস চাচ্ছি, যেমন:
হার্ডড্রাইভকে কোন ধরণের ফাইল সিস্টেমে ফরম্যাট দেয়া উচিৎ? এনটিএফএস (NTFS) নাকি এফএটি৩২ (FAT32)? ৪০ জিবি হার্ডড্রাইভে কয়টা পার্টিশন দিলে ভালো হয়? সি-ড্রাইভের সাইজ কত রাখা ভালো হবে? বর্তমানে হার্ডড্রাইভে তিনটা পার্টিশন আছে। সি-ড্রাইভ (১০.৩ জিবি) ও ডি-ড্রাইভ (১৩.৪ জিবি) এনটিএফএস এবং ই-ড্রাইভ (১৩.৪ জিবি) এফএটি৩২ ফরম্যাটে আছে। নাকি এরকম মিক্সড ফাইল সিস্টেমে রাখাই ভালো হবে? কোন ধরণের ফাইল সিস্টেমের কি সুবিধা-অসুবিধা?
কেউ সংক্ষেপে বিষয়গুলো জানাতে পারবেন?
সবাইকে ধন্যবাদ।
অফটপিক: এই টপিকটা পোস্ট করার সময় দেখলাম "পোস্ট লাইসেন্স নির্বাচন করুন" একটা অপশন রয়েছে। এটার কাজ কি? আমি এনবাইএ (N/A) লাইসেন্সে পোস্ট করলাম...