Re: Bangladesh - Zimbabwe ক্রিকেট সিরিজ নিয়ে আলোচনা
৫০০ তো অতিক্রম করলোই, শেষ সময়ে রুবেলের খেলাটা উপভোগ্য ছিলো, রুবেলের অর্ধশতক হলে খুশি হতাম। জিম্বাবুয়ের মাত্র ১ উইকেট গেছে, কালকে্র খেলা দেখলেই বোঝা যাবে এরা কতদূর যাবে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » Bangladesh - Zimbabwe ক্রিকেট সিরিজ নিয়ে আলোচনা
৫০০ তো অতিক্রম করলোই, শেষ সময়ে রুবেলের খেলাটা উপভোগ্য ছিলো, রুবেলের অর্ধশতক হলে খুশি হতাম। জিম্বাবুয়ের মাত্র ১ উইকেট গেছে, কালকে্র খেলা দেখলেই বোঝা যাবে এরা কতদূর যাবে।
এই প্রথম বাংলাদেশ দুই ইনিংসেই ৩০০+ করেছে, প্রথম ইনিংসে ৫০৩ দ্বিতীয় ইনিংসে ৩১৯
টেস্ট সিরিজ তো শেষ এখন ওয়ান ডে সিরিজ এ বাংলাওয়াস এর অপেক্ষায়।।।
গতকাল হারতে হারতে আমরা জিতে গেলাম
৫-০ রে ..এ..এ..এ..।
এই জয়ের ফলে আমাদের মনোবল আরো বেড়ে গেছে
বাংলাদেশ দলে ভালোই প্রতিভার আগমন ঘটে। কিন্তু খুব কমই তা ধরে রাখতে পারে। তাইজুল হ্যাট্টিক করল, টেস্টেও ভালো করেছে। আশা করি নাজমুল, নাফিস, আফতাব, গাজী, নাসিরদের মত হারিয়ে যাবে না।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » Bangladesh - Zimbabwe ক্রিকেট সিরিজ নিয়ে আলোচনা
০.০৪৮৯০২৯৮৮৪৩৩৮৩৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫২.৩৯৫৫৪৭২৯৫৬৫ টি কোয়েরী চলেছে