টপিকঃ ভার্সিটির ছেলেমেয়েদের ভন্ডামির কথা আর নতুন করে বলার কিছু নেই। এমন কোন
ভার্সিটির ছেলেমেয়েদের ভন্ডামির কথা আর নতুন করে বলার কিছু নেই। এমন কোন অপকর্ম নেই, যা ওরা করতে পারে না।
যারা শিবির, তাবলীগ কিংবা অন্য কোন ইসলামী দল করে, তারা ছাড়া অধিকাংশ ছেলেড়া বিভিন্ন মাদক দ্রব্যে আসক্ত।
ভার্সিটির অনেক ছেলেমেয়েই প্রেমের নামে নষ্টামিতে জড়িত। তাছাড়া নোট আদান প্রদান, গ্রুপ স্টাডির নাম করে ফ্রী মিক্সিং তো আছেই। আমার এক ক্লাসমিটকে আছে, যে ভার্সিটি লাইফে ৫ বার বয়ফ্রেন্ড চেন্জ করছে।
অবাক করার মতো ব্যাপার হচ্ছে, ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধেও কিছু ছেলেকে জড়িয়ে পড়তে দেখা যায়। বাইরে থেকে যারা ভার্সিটিতে বেড়াতে যায়, তারাই মুলত ছিনতাইয়ের প্রধান শিকার, বিশেষ করে কাপোলরা।
জানোয়ারের মতো আরেকটা কর্ম হলো র্যাগ দেওয়া। যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, তাদের উপর নানা মানসিক শারিরীক অত্যাচার করে পৈশাচিক মজা নেয় সিনিয়ররা। আগে এটা শুধু ছেলেরাই করতো, এখন কিছু তথাকথিত মডার মেয়েও এই পশুত্ব করছে।
দেশের সব বিশ্ববিদ্যালয়ের মতো বুয়েটও এর ব্যাতিক্রম নয়। তানজীল নামে বুয়েটের এক ছেলে স্ট্যাটাস দিছে.… বুয়েটে সিনিয়র জুনিয়র খুব প্রভেদ। সিনিয়ররা জুনিয়রদের সালাম দিতে বাধ্য করে। অথচ নিজেরা কখনো সালাম দেয় না। আসলে সালাম সিনিয়র জুনিয়রের ব্যাপার নয়। সর্বকালের শ্রেষ্ঠ মহামানব রাসূল(স) সবসময় আগে সালাম দিতেন।হাদিসে আছে, " আগে সালামদানকারী অহংকার থেকে মুক্ত"
.… উপরোক্ত স্ট্যাটাস দেওয়ায় তানজীলকে লান্চিত করে পুলিশে দিয়েছে তার ক্যাম্পাসের কিছু ছেলে।
কতটা অমানুষ হলে এই কাজ করতে পারে, একবার ভাবুন। হায়! এদের কান্ডকারখানা দেখে চিড়িয়াখানার পশুও লজ্জা পাবে!
Money Exchange-Bkash,Payza,Paypal,Neteller,Skrill visit :www.rechargebdonline.com