টপিকঃ অ্যামনেস্টির বিবৃতি
বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গুমের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। মঙ্গলবার ‘বাংলাদেশ: ডিস্টারবিং ইনক্রিজ ইন ডিজঅ্যাপেয়ারেন্সেস, ক্যাম্পডাউন অন প্রেস ফ্রিডম’ শীর্ষক এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতিতে ৫ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ মানবাধিকারের যেসব ঘটনা মোকাবেলা করছে তা তুলে ধরা হয়। জরুরি করণীয় নির্ধারণ সম্পর্কে সরকারের কাছে কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের গত দুই বছরে আশংকাজনকহারে গুম বেড়েছে। এজন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এছাড়া মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার ক্রমবর্ধমান তৎপরতার ইতি ঘটাতে হবে। সম্পাদক ও সাংবাদিকদের ফোনে হুমকি দেয়া হচ্ছে। সংগঠনটি দাবি করেছে, সরকারবিরোধী সমালোচকদের গণমাধ্যমে যেন স্থান দেয়া না হয় তার জন্যই এই চাপ।