টপিকঃ েইনউইন্ডোজ 7 আল্টিমেট এ বাংলা লেখা নিয়ে সমস্যা কেউ দয়া সমাধান করবেন?
আসসালামু অলাইকুম,
আমার পিসি তে উইন্ডোজ 7 আল্টিমেট ব্যবহার করি. কিন্ত আমি বিজয় দিয়ে বাংলা লিখতে পারছি না. আমি মাইক্রোসফট অফিস 2003 এবং বিজয়52- 2009 ভার্সন ব্যবহার করছি. মাইক্রোসফট ওয়ার্ড পেজ এ গিয়ে CLT>ALT>B দিয়ে বাংলা লিখতে চাইলে একটা অক্ষর ক্লিক করলে 10-15 টা অক্ষর লেখা ওঠে. এথন কেউ কি আমাকে এ ব্যপারে সাহায্য করতে পারেন?
আমার পিসি কনফিগার - ইন্টেল ডুয়েল কোর, ফক্সওয়ান মেইনবোর্ড, 80 জিবি হার্ডডিস্ক, 1 জিবি ৠাম। কোন কিছু প্রশ্ন থকলে বলবেন।
আমি নতুন তাই গুছিয়ে লিখতে পারি নি। এ জন্য আন্তরিক ভাবে দুক্ষিত। ধন্যবাদ