টপিকঃ WordPress ভিত্তিক একটি Multilingual Website তৈরিতে পরামর্শ/সাহায্য চাই
প্রিয় প্রজন্ম,
আমরা ২০১০ সাল থেকে move4world.com নামে একটা ওয়েবসাইট গড়ে তোলার চেষ্টা করছিলাম যা সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় তুলে ধরবে। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে দীর্ঘ দিন উদ্যোগটি স্থগিত থাকার পর কিছুদিন হল ইতালির একজন সাংবাদিক আমাদের সাথে কাজ করতে আগ্রহী হয়েছেন। আমরা ওয়ার্ডপ্রেস (WordPress) ভিত্তিক একটা Multilingual Website তৈরি করতে চাচ্ছি যেখানে আমরা একটা লেখা একই সাথে বাংলা, ইংরেজি ও ইটালিয়ানে প্রকাশ করতে পারব। ধীরে ধীরে আরও ভাষা যুক্ত হবে। কিন্তু ইংরেজি আর ইটালিয়ানের জন্য অনেক প্লাগ ইন থাকলেও বাংলার জন্য তেমন কার্যকরী কিছু আছে বলে খুঁজে পাচ্ছি না।
আর আমরা অনুবাদের কাজটা যতটা সম্ভব মানবিক ভাবেই করতে চাচ্ছি মানে গুলল ট্রান্সলেটর বা এই ধরণের কোন সার্ভিস না ব্যবহার করে।
তাই এই প্রজন্মের জ্ঞানী-গুণীদের প্রতি আমার বিনীত নিবেদন এই যে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগে আপনার পরামর্শ ও সাহায্যের যাতে মর্জি হয়।
নিবেদক
আপনার গুণগ্রাহী
তারিফ হক