টপিকঃ বারবিকিউ
ফোরামে বারবিকিউ নিয়ে কোনো টপিক নেই। কিভাবে কি করবো। আজিব। কেউ দয়া করে বলিয়া দিন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » রান্নাঘর » বারবিকিউ
ফোরামে বারবিকিউ নিয়ে কোনো টপিক নেই। কিভাবে কি করবো। আজিব। কেউ দয়া করে বলিয়া দিন।
১। প্রথমে আগুণ জ্বালিয়ে দিন
২। আগুণ জ্বলে কয়লা হতে থাকুক, আপনি বাকি কাজ করুন।
৩। মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলুন।
৪। গরম মসলা বাটা, আদা ও রসুন বাটা আর বেশি করে কাঁচা মরিচ বাটা, পরিমান মত লবন ও সয়াবিন তেল নিয়ে মুরগি গুলি মেখে শিকে গেথে বা নেটের উপরে দিয়ে কয়লার উপরে দিয়ে দিন। ভুলেও আগুণের উপরে দিবেন না।
৫। কিছুক্ষণ পরপর উলটে দিন, এক সময় দুই পাশই ঝলসে এলে আমার জন্য পারসেল করে পাঠিয়ে দিন।
আর যদি আস্ত খাসী বারবিকিউ করতে চান তাহলে সচিত্র বারবীকিউ ২০১২ টপিকটা দেখতে পারেন।
মেরাজ তোমার "ব্বাবাকিউ" এর কি টপিক কই!
কি করলা, কেমনে করলা; কিছু তো কইলা না ভাতিজা!
মেলা দিন হয় ফোরামে এই অংশে মানুষজন আসে না!
রান্না ঘরে খাবার কিছু নাই। তাই কেউ ফোরামে ঘুরতে আসলে, খিদা লাগলে খাবার না পেয়ে তো চলে যাবেই!
মাগনা খাবার দিলেও তো আবার অনেকে হজম হয় না, একটা না একটা দোষ বাইর কইরা ফিদানি লাগাইব!
যাক রেসেপি তোমারটা শেয়ার কইরো! যদি নতুন কিছু থাকে আরকি।
তোমার নিজের অভিজ্ঞতা!
ব্বাব্বিকিউ করতে গিয়া সারা বাড়িতে ধুয়া ধুয়া কইরা ফেলছ কিনা!
মেরাজ তোমার "ব্বাবাকিউ" এর কি টপিক কই!
কি করলা, কেমনে করলা; কিছু তো কইলা না ভাতিজা!মেলা দিন হয় ফোরামে এই অংশে মানুষজন আসে না!
রান্না ঘরে খাবার কিছু নাই। তাই কেউ ফোরামে ঘুরতে আসলে, খিদা লাগলে খাবার না পেয়ে তো চলে যাবেই!
মাগনা খাবার দিলেও তো আবার অনেকে হজম হয় না, একটা না একটা দোষ বাইর কইরা ফিদানি লাগাইব!যাক রেসেপি তোমারটা শেয়ার কইরো! যদি নতুন কিছু থাকে আরকি।
তোমার নিজের অভিজ্ঞতা!![]()
ব্বাব্বিকিউ করতে গিয়া সারা বাড়িতে ধুয়া ধুয়া কইরা ফেলছ কিনা!
নাহ করা হয়নাই। করা হবেও না মনে হয়। সবকিছু প্ল্যান মোতাবেক হয়না
প্রজন্ম ফোরাম » বিবিধ » রান্নাঘর » বারবিকিউ
০.০৪৫৫৮৪৯১৭০৬৮৪৮১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৭.৪৭০৬১৮২২০৯৯৭ টি কোয়েরী চলেছে