টপিকঃ দুর্গন্ধ
ভারতীয়দের গায়ে এতো দুর্গন্ধ
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
...
...
...
....
....
সারাদিন বডিস্প্রের আজগুবি সব বিজ্ঞাপন দেয়।(বিজ্ঞাপন হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে)
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » দুর্গন্ধ
ভারতীয়দের গায়ে এতো দুর্গন্ধ
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
...
...
...
....
....
সারাদিন বডিস্প্রের আজগুবি সব বিজ্ঞাপন দেয়।(বিজ্ঞাপন হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে)
অহেতুক উসকানী মার্কা এই টপিক ভাল লাগলো না।
অহেতুক উসকানী মার্কা এই টপিক ভাল লাগলো না।
উস্কানির কিছু আছে বলে মনে হয় না।
আপনি যদি কোন কারনে ইন্ডিয়ান কোন চ্যানেল দেখতে যান অন্ততপক্ষে ৫০% বিজ্ঞাপনই বডিস্প্রের। আমি খেলা দেখাও ছাড়তে পারি না আবার এইসব বিরক্তিকর বিজ্ঞাপনও সহ্য করতে পারি না। তাই এটাকে হিউমার হিসেবে নেওয়ার চেষ্টা করেছি। এটা আমিও জানি যে আমার কাছে যেটা মজার সেটা সবার কাছে মজার নাও লাগতে পারে। কিন্তু তাই বলে এটাকে উস্কানি হিসেবে মনে করা উচিত বলে আমি মনে করি না।
আপ্নে আমার পাশে ঘুমানোর জন্য আব্দার করবেন......আবার আমার নাক ডাকার কথা সারা বাড়ি কম্প্লেইন করে বেড়াবেন.........সেটাতো হয়না......
আরণ্যক লিখেছেন:অহেতুক উসকানী মার্কা এই টপিক ভাল লাগলো না।
উস্কানির কিছু আছে বলে মনে হয় না।
আপনি যদি কোন কারনে ইন্ডিয়ান কোন চ্যানেল দেখতে যান অন্ততপক্ষে ৫০% বিজ্ঞাপনই বডিস্প্রের। আমি খেলা দেখাও ছাড়তে পারি না আবার এইসব বিরক্তিকর বিজ্ঞাপনও সহ্য করতে পারি না। তাই এটাকে হিউমার হিসেবে নেওয়ার চেষ্টা করেছি। এটা আমিও জানি যে আমার কাছে যেটা মজার সেটা সবার কাছে মজার নাও লাগতে পারে। কিন্তু তাই বলে এটাকে উস্কানি হিসেবে মনে করা উচিত বলে আমি মনে করি না।
এটা তো বর্নবাদি কথা বললেন। ভারতীয়দের গায়ে দুর্গন্ধ আর বাংলাদেশিদের গায়ে কি সুগন্ধ?
আপনি শরীরে বডি স্প্রে দেন শুধু দুর্গন্ধ দূর করতে না। মানুষের শরীরের গন্ধ অন্যকে আকর্ষন করে। আপনি মেয়েদের পাগল করতে পারবেন আপনার শরীরের গন্ধ দিয়ে।
ভারতীয় চ্যানেলে যদি এলার্জি থাকে বাংলাদেশি চ্যানেলে খেলা দেখুন। বিজ্ঞাপনের জ্বালায় যদি টিভি দেখতে পারেন তবে আপনার কৃ্তিত্ব।
আপনি মেয়েদের পাগল করতে পারবেন আপনার শরীরের গন্ধ দিয়ে।
এজন্যই আমি গোসল করিনা
কাঠাল পাতা লিখেছেন:আপনি মেয়েদের পাগল করতে পারবেন আপনার শরীরের গন্ধ দিয়ে।
এজন্যই আমি গোসল করিনা
![]()
এ পর্যন্ত কয়টা মেয়েকে বশে আনতে পেরেছেন?
প্রতিদিন গোসল করা সম্ভবত সুন্নত বা মুস্তাহাব।
কিন্তু তাই বলে এটাকে উস্কানি হিসেবে মনে করা উচিত বলে আমি মনে করি না।
দুরন্ত, আপনি কি মনে করেন সেটা আসলে এখানে বিচার্য না। বিজ্ঞাপনে কি দেখাচ্ছে তাই দিয়ে আপনি যে একটি দেশের মানুষকে অপমানজনক কথা বলতে পারেন না সেই সাধারণ বিচারবুদ্ধিটুকু আপনার আছে বলেই মনে করি। বাংলাদেশের কোনও সম্প্রচারযন্ত্রে দেখানো কোনওকিছু দিয়ে আপনার দেশের মানুষকে এইভাবে স্টেরিওটাইপ করা হলে সেটা আপনার কাছে উস্কানি বলেই মনে হতো।
কাঠাল পাতা লিখেছেন:আপনি মেয়েদের পাগল করতে পারবেন আপনার শরীরের গন্ধ দিয়ে।
এজন্যই আমি গোসল করিনা
![]()
ছিঃ ছিঃ... গোসল করেন না কেনো?
আমি সুগন্ধের কথা বলেছি। শরীরের গন্ধ বিপরীত লিঙ্গকে আকর্ষন করে। অবশ্যই সুগন্ধ।
দুরন্ত লিখেছেন:কিন্তু তাই বলে এটাকে উস্কানি হিসেবে মনে করা উচিত বলে আমি মনে করি না।
দুরন্ত, আপনি কি মনে করেন সেটা আসলে এখানে বিচার্য না। বিজ্ঞাপনে কি দেখাচ্ছে তাই দিয়ে আপনি যে একটি দেশের মানুষকে অপমানজনক কথা বলতে পারেন না সেই সাধারণ বিচারবুদ্ধিটুকু আপনার আছে বলেই মনে করি। বাংলাদেশের কোনও সম্প্রচারযন্ত্রে দেখানো কোনওকিছু দিয়ে আপনার দেশের মানুষকে এইভাবে স্টেরিওটাইপ করা হলে সেটা আপনার কাছে উস্কানি বলেই মনে হতো।
বিজ্ঞাপনটা কার জন্য???? যদি ওইদেশের মানুষ যদি ওইটা পছন্দই না করে তাহলে ওগুলা চলে কিভাবে????
মেরাজ০৭ লিখেছেন:এজন্যই আমি গোসল করিনা
![]()
ছিঃ ছিঃ... গোসল করেন না কেনো?
আমি সুগন্ধের কথা বলেছি। শরীরের গন্ধ বিপরীত লিঙ্গকে আকর্ষন করে। অবশ্যই সুগন্ধ।
ভারতের একটি বিজ্ঞাপনে দেখানো হয় একটি নারী পুজার থালা নিয়ে যাচ্ছে অন্য রুমে একটি পুরুষ বডি স্প্রে করছে, নারীটি সেই পুরুষটির ঘরের দিকে যায়, আর পরে তার আচলটি ঠিক করে, এর দ্বারা তারা কি বুঝাতে চেস্টা করেছে?
ভারতিয় ১০০% লাভ ছবিটি যারা দেখেছেন তারা বলতে পারবেন, সেখানে দেখানো হয়েছে, গ্রামের সকল বৌ, ছেলে , মেয়ে , পুরুষ সাবাই ভোরে মাঠে গিয়ে মল ত্যাগ করে, ছবি তো সেই দেশের ঐতিহ্য আর সাংস্কৃতির প্রতিচ্ছিবি নয় কি?
কাঠাল পাতা লিখেছেন:ছিঃ ছিঃ... গোসল করেন না কেনো?
আমি সুগন্ধের কথা বলেছি। শরীরের গন্ধ বিপরীত লিঙ্গকে আকর্ষন করে। অবশ্যই সুগন্ধ।
ভারতের একটি বিজ্ঞাপনে দেখানো হয় একটি নারী পুজার থালা নিয়ে যাচ্ছে অন্য রুমে একটি পুরুষ বডি স্প্রে করছে, নারীটি সেই পুরুষটির ঘরের দিকে যায়, আর পরে তার আচলটি ঠিক করে, এর দ্বারা তারা কি বুঝাতে চেস্টা করেছে?
ভারতিয় ১০০% লাভ ছবিটি যারা দেখেছেন তারা বলতে পারবেন, সেখানে দেখানো হয়েছে, গ্রামের সকল বৌ, ছেলে , মেয়ে , পুরুষ সাবাই ভোরে মাঠে গিয়ে মল ত্যাগ করে, ছবি তো সেই দেশের ঐতিহ্য আর সাংস্কৃতির প্রতিচ্ছিবি নয় কি?
আপনি তাহলে ভারতীয় ছবি দেখেন? আমি ভেবেছিলাম নোংরা ভারতীয় ছবি আপনি দেখেন না। ১০০% লাভ ছবির ঐ সিন ছিলো কমেডি সিন। ছবি সবসময় দেশের সাংস্কৃতির প্রতিচ্ছবি না। তাহলে তো মুনমুন, ময়ূরীর ছবিও বাংলাদেশের সাংস্কৃতির প্রতিচ্ছবি।
বডি স্প্রের অ্যাডটা আমিও দেখেছি। আনসেন্সরড ভার্সনটাও দেখেছি। ওটা পুরোটা গরম অ্যাড। টিভিতে কাটছাঁট করে দেখিয়েছে। তারপরেও মনে করি এভাবে দেখানো উচিত হয় নাই কিন্তু যা দেখিয়েছে সেটাই বাস্তব। কামনা জাগানোর বডি স্প্রের অ্যাড ছিলো ওটা।
আপ্নে আমার পাশে ঘুমানোর জন্য আব্দার করবেন......আবার আমার নাক ডাকার কথা সারা বাড়ি কম্প্লেইন করে বেড়াবেন.........সেটাতো হয়না......
প্রথমত আমি কারও সাথে ঘুমাতে চাই নাই
দ্বিতীয়ত আমি যদি দেখি কেউ নাক ডাকে তাইলে অবশ্যই কমপ্লেইন করব। কারন আমি জানি নাক ডাকা মোটেই ভাল না। তার অন্যকোনো সমস্যা থাকতে পারে।
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » দুর্গন্ধ
০.০৭৫৪১০৮৪২৮৯৫৫০৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.০২৩২৩০০৮৮২৭২ টি কোয়েরী চলেছে